পুরুলিয়া, 23 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে আজ বিকেল 5টা থেকে লকডাউনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকাতর ৷ কিন্তু সেই নির্দেশিকার কোন প্রভাবই পড়লো না পুরুলিয়া শহরে । অন্যান্য দিনের তুলনায় এদিনও সন্ধ্যার দিকে খোলা রয়েছে দোকানপাট, রাস্তায় চলছে টোটো-অটো ও অন্যান্য চার চাকার যানবাহন । এমনকী মানুষের জমায়েত রয়েছে রাস্তায় রাস্তায় । যদিও পুরুলিয়া সদর থানার পুলিশের একটি দল দোকানপাট এবং গাড়ি চলাচল বন্ধের জন্য রাস্তায় নামেছে ৷
কোরোনা সংক্রমণ রুখতে যখন উদ্যোগী কেন্দ্র ও রাজ্য সরকার । বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র । জমায়েত এড়াতে বন্ধ হয়েছে মিটিং-মিছিল । কোরোনা সংক্রমণ যাতে রাজ্যে ভয়ানক আকার ধারণ না করে তার জন্যই রাজ্য সরকার আজ বিকেল 5টা থেকে রাজ্যজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি করে । কিন্তু সন্ধ্যা সাড়ে 6 টা পেরিয়ে গেলেও পুরুলিয়া শহরে এই লকডাউনের কোন প্রভাবই পড়ল না ।
এদিন সন্ধ্যার পর রাজ্য সরকারের লক ডাউনের নির্দেশিকাকে সফল করে তুলতে পুরুলিয়া সদর থানার পুলিশের একটি দল শহরের রাস্তায় নামে । দোকানপাট বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয় ৷ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতেও ধমক দেয় পুলিশ । কিন্তু পুরুলিয়া শহরে অবাধে চলল টোটো, অটো সহ অন্যান্য যানবাহন, অন্যান্য দিনের মতোই খোলা থাকলো দোকানপাটও ।