ETV Bharat / state

অকারণে রাস্তায়, পুরুলিয়া গ্রেপ্তার 12 - সামাজিক দূরত্ব

রাস্তায় অকারণেই বের হলেই চলছে ধরপাকড় । পুরুলিয়া শহরে গ্রেপ্তার করা হল 12 জনকে ।

lockdown
পুলিশ সুপার
author img

By

Published : Apr 9, 2020, 5:13 PM IST

পুরুলিয়া, 9 এপ্রিল : লকডাউনকে সফল করতে এবং সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পুরুলিয়া শহরের রাস্তায় নামলেন জেলা পুলিশ সুপার । শহরের প্রতিটি ট্রাফিক মোড়ে চলল পুলিশের ধরপাকড় । গ্রেপ্তার করা হল 12 জনকে । আটক করা হল 5টি বাইক এবং কয়েকটি টোটো ।

পুলিশের এই ধরপাকড়ে পুরুলিয়া শহরের ছবিটাই আজ বদলে যায় । ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট । সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে দেখা যায় সাধারণ মানুষকেও ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । পুরুলিয়া জেলাতেও এর প্রভাব পড়েছে । কিন্তু অনেকেই অকারণে বাড়ি থেকে বেরোচ্ছেন । আড্ডা জমাচ্ছেন মোড়ে মোড়ে । চলাচল করতে দেখা যাচ্ছে টোটো, অটোও । এমনকী সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা করছেন অনেকেই ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "লকডাউন এবং সামাজিক দূরত্ব সাধারণ মানুষ মানছেন কি না তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে । সচেতন করা হচ্ছে মানুষকে । লকডাউন ভেঙে অকারণে রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । আটক করা হচ্ছে বাইক এবং টোটো ।" আগামী সপ্তাহ পর্যন্ত প্রতিদিন এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

পুরুলিয়া, 9 এপ্রিল : লকডাউনকে সফল করতে এবং সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পুরুলিয়া শহরের রাস্তায় নামলেন জেলা পুলিশ সুপার । শহরের প্রতিটি ট্রাফিক মোড়ে চলল পুলিশের ধরপাকড় । গ্রেপ্তার করা হল 12 জনকে । আটক করা হল 5টি বাইক এবং কয়েকটি টোটো ।

পুলিশের এই ধরপাকড়ে পুরুলিয়া শহরের ছবিটাই আজ বদলে যায় । ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট । সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে দেখা যায় সাধারণ মানুষকেও ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । পুরুলিয়া জেলাতেও এর প্রভাব পড়েছে । কিন্তু অনেকেই অকারণে বাড়ি থেকে বেরোচ্ছেন । আড্ডা জমাচ্ছেন মোড়ে মোড়ে । চলাচল করতে দেখা যাচ্ছে টোটো, অটোও । এমনকী সামাজিক দূরত্ব না মেনে কেনাকাটা করছেন অনেকেই ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "লকডাউন এবং সামাজিক দূরত্ব সাধারণ মানুষ মানছেন কি না তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে । সচেতন করা হচ্ছে মানুষকে । লকডাউন ভেঙে অকারণে রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । আটক করা হচ্ছে বাইক এবং টোটো ।" আগামী সপ্তাহ পর্যন্ত প্রতিদিন এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.