ETV Bharat / state

পুরুলিয়ায় ধমক দিয়ে দোকান বন্ধ রাখার হুমকি - সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়লো পুরুলিয়া জেলা

বামেদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল পুরুলিয়া জেলাজুড়ে l

leftfront strick at purulia
দোকান বন্ধ রাখার হুমকি দিল CPIM
author img

By

Published : Jan 8, 2020, 1:45 PM IST

Updated : Jan 8, 2020, 4:29 PM IST

পুরুলিয়া, 8 জানুয়ারি : পুরুলিয়ায় ধর্মঘট সফল করতে রাস্তায় নামল CPI(M) । আজ সকালে বনধ সমর্থকেরা রেল অবরোধ করে । ধর্মঘটের জেরে আটকে পড়েছে দুটি মালবাহী ট্রেন। বনধের সমর্থনে পুরুলিয়া শহর মিছিল করে বাম নেতাকর্মী সমর্থকেরা । মিছিলের মধ্য দিয়ে খোলা দোকানপাট বন্ধ রাখার হুমকি দেন কর্মীরা । ধমকের জেরে খোলা দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা ।

বেলা ৯:৫০ থেকে পুরুলিয়া রেল স্টেশনে চলে অবরোধ । ধর্মঘটের জেরে আটকে পড়ে দুটি মালবাহী ট্রেন । ঘটনাস্থলে পৌঁছায় RPF থানার OC । তবু রেল অবরোধ তুলতে নারাজ থাকে অবরোধকারীরা । বেলা ১১:৩০ নাগাদ পুরুলিয়া শহরের চকবাজার, হাটের মোড়, পোস্ট অফিস মোড়, রথতলা মোড় সহ একাধিক এলাকায় বন্ধ থাকে দোকানপাট ।

ধমক দিয়ে দোকান বন্ধ রাখার হুমকি পুরুলিয়ায়

ব্যবসায়ীসহ প্রত্যেককে দোকানপাট বন্ধ রাখার ধমক দেন CPI(M) নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন CPI(M)-এর জেলা সভাপতি প্রদীপ রায়সহ অন্যরা ।

পুরুলিয়া, 8 জানুয়ারি : পুরুলিয়ায় ধর্মঘট সফল করতে রাস্তায় নামল CPI(M) । আজ সকালে বনধ সমর্থকেরা রেল অবরোধ করে । ধর্মঘটের জেরে আটকে পড়েছে দুটি মালবাহী ট্রেন। বনধের সমর্থনে পুরুলিয়া শহর মিছিল করে বাম নেতাকর্মী সমর্থকেরা । মিছিলের মধ্য দিয়ে খোলা দোকানপাট বন্ধ রাখার হুমকি দেন কর্মীরা । ধমকের জেরে খোলা দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা ।

বেলা ৯:৫০ থেকে পুরুলিয়া রেল স্টেশনে চলে অবরোধ । ধর্মঘটের জেরে আটকে পড়ে দুটি মালবাহী ট্রেন । ঘটনাস্থলে পৌঁছায় RPF থানার OC । তবু রেল অবরোধ তুলতে নারাজ থাকে অবরোধকারীরা । বেলা ১১:৩০ নাগাদ পুরুলিয়া শহরের চকবাজার, হাটের মোড়, পোস্ট অফিস মোড়, রথতলা মোড় সহ একাধিক এলাকায় বন্ধ থাকে দোকানপাট ।

ধমক দিয়ে দোকান বন্ধ রাখার হুমকি পুরুলিয়ায়

ব্যবসায়ীসহ প্রত্যেককে দোকানপাট বন্ধ রাখার ধমক দেন CPI(M) নেতাকর্মীরা । উপস্থিত ছিলেন CPI(M)-এর জেলা সভাপতি প্রদীপ রায়সহ অন্যরা ।

Intro:পুরুলিয়া : বামেদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়লো পুরুলিয়া জেলা জুড়ে l এদিন সরকারি বাস চলাচল স্বাভাবিক থাকলেও কয়েকটি বেসরকারি বাসকে রাস্তায় নামতে দেখা গেল l অন্যান্য দিনের তুলনায় পুরুলিয়া শহরের দোকানপাট খোলা ছিল স্বাভাবিকের থেকে কম l সকাল থেকেই পুরুলিয়া শহর জুড়ে ব্যানার পোস্টার নিয়ে বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা গেল বাম সংগঠনগুলোকে l

বাইট : এসইউসিআই জেলা সম্পাদক বিকাশ রঞ্জন


Body:পুরুলিয়া


Conclusion:পুরুলিয়া
Last Updated : Jan 8, 2020, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.