পুরুলিয়া ও বালুরঘাট, 29 মে : শুধু মাত্র রাতের অপেক্ষা । আগামীকাল সকালে শুরু হবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান । প্রায় ৩৫০-এর বেশি আসন নিয়ে এবারে ফের ক্ষমতায় NDA জোট । আগামীকাল প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি । শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, আমলা ও অন্যান্য গণমান্য ব্যক্তিদের পাশাপশি থাকবেন পশ্চিমবঙ্গে খুন হওয়া 50 জন BJP কর্মীর পরিবার । BJP-র অভিযোগ, পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫০-এরও বেশি BJP কর্মী খুন হয়েছে । তাদের পরিবারের সদস্যদের নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে । অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পুরুলিয়া, নদিয়া ও দক্ষিণ দিনাজপুর থেকে রওনা দিয়েছেন নিহত BJP কর্মীদের পরিবার ।
পুরুলিয়া : 2018 সালের 11 মে বলরামপুরের শ্যামনগরের কাছে 32 নম্বর জাতীয় সড়কে উদ্ধার হয় BJP কর্মী জগন্নাথ টুডুর দেহ । 29 মে BJP-র যুব মোর্চা নেতা ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । 2 জুন ডাভা গ্রামে উদ্ধার হয় জগন্নাথ টুডু ঝুলন্ত দেহ । 27 অগাস্ট পঞ্চায়েত বোর্ড গঠনের দিন জয়পুরের ঘাঘরায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় নিরঞ্জন গোপ ও দামোদর মণ্ডলের । 18 এপ্রিল লোকসভা নির্বাচনের সময় আড়ষা থানার সেনাবনা গ্রামের কাছে BJP যুব মোর্চা সদস্য শিশুপাল সহিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ৫ ডিসেম্বর BJP কর্মী বিপিন দাসকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের স্থানীয় নেতার বিরুদ্ধে ।
দক্ষিণ দিনাজপুর : পঞ্চায়েত নির্বাচনের সময় দক্ষিণ দিনাজপুরের BJP কর্মী গোপাল গুণ ও উত্তম বর্মণকে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ।
নদিয়া : পঞ্চায়েত ভোটের সময় নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন BJP কর্মী বিপ্লব শিকদার ।
পুরুলিয়া, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরের মৃত BJP কর্মীদের পরিবারের সদস্যরা রওনা দিলেন দিল্লির উদ্দেশে । মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ যেন তাঁদের কাছে স্বজন হারানোর ক্ষতস্থানে কিছুটা প্রলেপ ।