পুরুলিয়া, 28 মে : ঘূর্ণিঝড় যশের প্রভাবে পুরুলিয়ায় কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও, জেলাজুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে গিয়েছে ৷ ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হেক্টর চাষযোগ্য জমিতেও ৷ বেশ কিছু এলাকায় নষ্ট হয়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি । আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েকটি পরিবার ।
যদিও যশের জন্য আগে থেকেই পুরোপুরি সতর্ক ছিল জেলা পুলিশ ও প্রশাসন । দুঃস্থদের জন্য ব্যবস্থা করা হয় ফ্লাড শেল্টারের । যে সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব এলাকা চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ।
আরও পড়ুন : বৃষ্টিতে বানভাসি মালদা শহর, জমা জল নিকাশের দাবিতে পথ অবরোধ
এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "যশের আগে থেকেই প্রস্তুত ছিল পুরুলিয়া জেলা পুলিশ-প্রশাসন । সাইক্লোনের প্রভাবে গোটা জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখনও পুরোপুরি প্ৰস্তুত হয়নি । তার মূল্যায়ন এখনও চলছে । প্রত্যেক ব্লক অফিস থেকে ক্ষয়ক্ষতির তালিকা চাওয়া হয়েছে । তবে যশের প্রভাবে কয়েকটি এলাকায় কাঁচা বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, চাষজমিও নষ্ট হয়েছে । রাস্তারও ক্ষতি হয়েছে । "