পুরুলিয়া, 7মে : পুরুলিয়ার সরকারি কোভিড হাসপাতাল চত্বরেই বেশ মঙ্গলবার নিখোঁজ হন করোনা আক্রান্ত রোগী ৷ এবার নিখোঁজ হওয়া সেই রোগীর দেহ উদ্ধার হল সেই হাসপাতাল চত্বরেই ৷ দেহ উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মৃত মদনমোহন মাহাতো পুরুলিয়ার বাঘমুন্ডির তুন্তুরির বাসিন্দা ৷ বয়স 73 বছর ৷
জানা গিয়েছে, মদনমোহন মাহাতোকে তাঁর পরিবারের লোকজন গত 25 এপ্রিল দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড বিভাগে ভর্তি করায় । এরপরই চিকিৎসারত অবস্থায় গত ৪ মে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান ওই করোনা আক্রান্ত রোগী । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে । এরপরই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে হাসপাতাল কতৃপক্ষ ৷ এরপরই গতকাল সন্ধ্যায় হাসপাতাল চত্বরেই নিখোঁজ ওই করোনা আক্রান্ত রোগীর দেহ উদ্ধার হয় । ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিবারের লোকজন ।
এ বিষয়ে সদ্য দায়িত্ব নেওয়া জেলাশাসক রাহুল মজুমদার জানান, "হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে । ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে ।" এদিকে সরকারি কোভিড হাসপাতালে একজন করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়া এবং পরে হাসপাতাল চত্বরেই দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও ।
আরও পড়ুন : চিকিৎসারত অবস্থায় রহস্যজনক ভাবে নিখোঁজ এক করোনা রুগী