ETV Bharat / state

প্রশাসনের নজরদারি নেই, দূষণ বাড়ছে পুরুলিয়ার পর্যটনস্থানে - প্রশাসনের নজরদারির অভাবে পুরুলিয়া জেলার পর্যটন স্থলগুলিতে দূষণ বাড়ছে

পুরুলিয়া জেলার পর্যটনস্থানগুলিতে দূষণ বাড়ছে । প্রশাসনের নজরদারি নেই।

pollution is increasing in the tourist destinations of Purulia
দূষণ বাড়ছে পুরুলিয়ার পর্যটন স্থলগুলিতে
author img

By

Published : Jan 3, 2020, 2:11 PM IST

Updated : Jan 3, 2020, 3:21 PM IST

পুরুলিয়া, 3 জানুয়ারি: প্রশাসনের নজরদারির অভাবে পুরুলিয়া জেলার পর্যটন এলাকাগুলিতে দূষণ বাড়ছে । একদিকে জেলাশাসক বলছেন ডিজে বক্স বাজানো, প্লাস্টিক বা থার্মোকলের পাতা ব্যবহার না করার জন্য সচেতনতার প্রচার চালানো হচ্ছে । অথচ বাস্তবে পিকনিকের এলাকাগুলি নোংরা-আবর্জনার আস্তাকুঁড়েতে পরিণত হয়েছে । পুরুলিয়ার পর্যটন স্থান, বিশেষ করে কাঁসাই নদীর চারপাশ আবর্জনায় পরিপূর্ণ । যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিকের গ্লাস ও বোতল, মদের বোতল, এবং উচ্ছিষ্ট খাবার । সেই সব আবর্জনা গিয়ে মিশছে নদীর জ্বলে । ফলে দূষিত হচ্ছে জল । নদীর ধারে থাকা ডাস্টবিন থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না । প্রশাসনের নির্দেশিকা থাকা সত্ত্বেও দু'দিন ধরে বেজেই চলেছে তারস্বরে ডিজে। প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার করছেন পিকনিক করতে আসা মানুষ জন । ডিজে বাজনায় নাজেহাল অন্যান্য পিকনিক দলের সদস্যরাও । আবর্জনার স্তুপে তিলধারণেরও জায়গা নেই কংসাবতী নদীর ধারে । গুরুত্বপূর্ণ ওই পর্যটন স্থানগুলিতে নজরদারি নেই পুরুলিয়া জেলা প্রশাসনের ।

দূষণ বাড়ছে পুরুলিয়ার পর্যটন স্থলগুলিতে

পিকনিক করতে আসা এক ব্যক্তি বিপ্লব ব্যানার্জি জানান, "পিকনিক স্থলগুলিতে ডিজে বক্সে কান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে । অথচ তা দেখার কেউ নেই । আবার গতকাল নতুন বছরের পিকনিকের পর আজ কোথাও পিকনিক করার মতো পরিষ্কার জায়গাই নেই l যেখানে সেখানে পড়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিক, ভাঙা কাঁচের বোতল । প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকলে এরকম হত না l" আবার কংসাবতী নদী সংলগ্ন এলাকার বাসিন্দা হারু মাহাতো জানান, "গতকাল থেকে নদীঘাটগুলিতে বেজেই চলেছে ডিজে বক্স । কিন্তু কাকে বলব ? পিকনিকে আসা লোকজনেরা ব্যবহৃত পাতা, গ্লাস, উচ্ছিষ্ট খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছে নদীর ধারে । অথচ দেখার কেউ নেই l"

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পিকনিক এলাকাগুলিতে লাগাতার সচেতনতার প্রচার চালানো হচ্ছে । নিয়মের বাইরে কোনও কিছু হয়নি । ডিজে বক্স বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে । তাই আগের তুলনায় ডিজে বক্স বাজানো কমেছে । কিছু কিছু জায়গায় বক্স ব্যবহার হয়েছে । তবে একদিনে তো সব বন্ধ করা সম্ভব নয় । শীঘ্রই পর্যটন এলাকাগুলি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে ।"

পুরুলিয়া, 3 জানুয়ারি: প্রশাসনের নজরদারির অভাবে পুরুলিয়া জেলার পর্যটন এলাকাগুলিতে দূষণ বাড়ছে । একদিকে জেলাশাসক বলছেন ডিজে বক্স বাজানো, প্লাস্টিক বা থার্মোকলের পাতা ব্যবহার না করার জন্য সচেতনতার প্রচার চালানো হচ্ছে । অথচ বাস্তবে পিকনিকের এলাকাগুলি নোংরা-আবর্জনার আস্তাকুঁড়েতে পরিণত হয়েছে । পুরুলিয়ার পর্যটন স্থান, বিশেষ করে কাঁসাই নদীর চারপাশ আবর্জনায় পরিপূর্ণ । যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিকের গ্লাস ও বোতল, মদের বোতল, এবং উচ্ছিষ্ট খাবার । সেই সব আবর্জনা গিয়ে মিশছে নদীর জ্বলে । ফলে দূষিত হচ্ছে জল । নদীর ধারে থাকা ডাস্টবিন থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না । প্রশাসনের নির্দেশিকা থাকা সত্ত্বেও দু'দিন ধরে বেজেই চলেছে তারস্বরে ডিজে। প্লাস্টিক ও থার্মোকলের জিনিস ব্যবহার করছেন পিকনিক করতে আসা মানুষ জন । ডিজে বাজনায় নাজেহাল অন্যান্য পিকনিক দলের সদস্যরাও । আবর্জনার স্তুপে তিলধারণেরও জায়গা নেই কংসাবতী নদীর ধারে । গুরুত্বপূর্ণ ওই পর্যটন স্থানগুলিতে নজরদারি নেই পুরুলিয়া জেলা প্রশাসনের ।

দূষণ বাড়ছে পুরুলিয়ার পর্যটন স্থলগুলিতে

পিকনিক করতে আসা এক ব্যক্তি বিপ্লব ব্যানার্জি জানান, "পিকনিক স্থলগুলিতে ডিজে বক্সে কান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে । অথচ তা দেখার কেউ নেই । আবার গতকাল নতুন বছরের পিকনিকের পর আজ কোথাও পিকনিক করার মতো পরিষ্কার জায়গাই নেই l যেখানে সেখানে পড়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিক, ভাঙা কাঁচের বোতল । প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকলে এরকম হত না l" আবার কংসাবতী নদী সংলগ্ন এলাকার বাসিন্দা হারু মাহাতো জানান, "গতকাল থেকে নদীঘাটগুলিতে বেজেই চলেছে ডিজে বক্স । কিন্তু কাকে বলব ? পিকনিকে আসা লোকজনেরা ব্যবহৃত পাতা, গ্লাস, উচ্ছিষ্ট খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছে নদীর ধারে । অথচ দেখার কেউ নেই l"

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পিকনিক এলাকাগুলিতে লাগাতার সচেতনতার প্রচার চালানো হচ্ছে । নিয়মের বাইরে কোনও কিছু হয়নি । ডিজে বক্স বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে । তাই আগের তুলনায় ডিজে বক্স বাজানো কমেছে । কিছু কিছু জায়গায় বক্স ব্যবহার হয়েছে । তবে একদিনে তো সব বন্ধ করা সম্ভব নয় । শীঘ্রই পর্যটন এলাকাগুলি পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে ।"

Intro:পুরুলিয়া : জেলা প্রশাসনের সচেতনতার প্রচারই সার l বাস্তবে জেলার পর্যটন স্থলগুলিতে নজরদারি নেই প্রশাসনের l একদিকে জেলাশাসক বলছেন ডিজে বক্স বাজানো, প্লাস্টিক বা থার্মোকলের পাতা ব্যবহার না করার জন্য সচেতনতার প্রচার চালানো হচ্ছে l অথচ বাস্তবে পিকনিক স্থলগুলিতে প্রশাসনের নজরদারি না থাকায় পিকনিক শেষে আস্তাকুঁড়ে পরিণত হয়েছে পুরুলিয়ার পর্যটন স্থলগুলি l বিশেষ করে কাঁসাই নদীর চারপাশ আবর্জনায় পরিপূর্ণ l যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিকের গ্লাস, মদের বোতল, প্লাস্টিকের বোতল, উচ্ছিস্ট খাবার l সেই সব আবর্জনা গিয়ে মিশছে নদীর জ্বলে l ফলে দূষিত হচ্ছে জল l অথচ নদীর পাড়ে থাকা ডাস্টবিন থাকলেও তা ব্যবহৃত হয়নি l আবার প্রশাসনের কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও দুদিন ধরে বেজেই চলেছে তারস্বরে ডিজে, ব্যবহৃত হয়েই চলেছে প্লাস্টিক ও থার্মোকলের জিনিস l উচ্চস্বরে ডিজে বাজনায় নাজেহাল অন্যান্য পিকনিক দলের সদস্যরা l আবর্জনার স্তুপে আজ তিল ধারণেরও জায়গা নেই কংসাবতী নদীর পাড় l অথচ গুরুত্বপূর্ণ ওই পর্যটন স্থলগুলিতে নজরদারিই নেই পুরুলিয়া জেলা প্রশাসনের l Body:এ বিষয়ে কাঁসাই নদীর পাড়ে আসা এক পিকনিক দলের সদস্য বিপ্লব ব্যানার্জী জানান, "পিকনিক স্থলগুলিতে ডিজে বক্সে কান একেবারে ঝালাপালা হয়ে গিয়েছে l অথচ তা দেখার কেউ নেই l আবার গতকাল নতুন বছরের পিকনিকের পর আজ কোথাও পিকনিক করার মতো পরিষ্কার জায়গাই নেই l যেখানে সেখানে পড়ে রয়েছে থার্মোকলের পাতা, প্লাস্টিক, ভাঙা কাঁচের বোতল l প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালালে এরকম ঘটনা ঘটতো না l" আবার নদী সংলগ্ন বাসিন্দা হারু মাহাতো জানান, "গতকাল থেকে নদীঘাটগুলিতে বেজেই চলেছে ডিজে বক্স l কিন্তু কাকে বলবো? পিকনিকে আসা লোকজনেরা ব্যবহৃত পাতা, গ্লাস, উচ্ছিস্ট খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছে নদীর পাড়ে l অথচ দেখার কেউ নেই l"Conclusion:এদিকে জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পিকনিক স্থলগুলিতে লাগাতার সচেতনতার প্রচার চালানো হচ্ছে l নিয়ম বহির্ভুত কোন কিছু হয়নি পর্যটনস্থলগুলিতে l ডিজে বক্স বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে l তাই আগের তুলনায় ডিজে বক্স বাজানো অনেক কমেছে l কিছু কিছু জায়গায় বক্স ব্যবহার হয়েছে l তবে একদিনে তো সব বন্ধ করা সম্ভব নয় l শীঘ্রই পর্যটন স্থলগুলি পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেওয়া হবে l"
Last Updated : Jan 3, 2020, 3:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.