ETV Bharat / state

কাজ হারানোর আশঙ্কায় বিক্ষোভ পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের - রুলিয়া পুরসভায় গ্রুপ-D স্থায়ী কর্মী নিয়োগ

পুরুলিয়া পৌরসভায় গ্রুপ-D পদে স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বেরোতেই কাজ হারানোর আশঙ্কা করছেন প্রায় 80 জন অস্থায়ী কর্মী । গতকাল, কাজ হারানোর আশঙ্কায় পৌরসভার পৌরপ্রধানের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা । তাঁদের দাবি, পুরানো অস্থায়ী কর্মীদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিয়োগ করা হোক । না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন পৌরসভার অস্থায়ী কর্মীরা ।

বিক্ষোভের ছবি
author img

By

Published : Nov 17, 2019, 3:22 PM IST

Updated : Nov 17, 2019, 7:20 PM IST

পুরুলিয়া, 17 নভেম্বর : পুরুলিয়া পৌরসভায় গ্রুপ-D পদে স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বেরোতেই কর্মচ্যুত হওয়ার আশঙ্কা করছেন প্রায় 80 জন অস্থায়ী কর্মী । 23 বছর ধরে পৌরসভার কাজে যুক্ত আছেন তাঁরা । গ্রুপ-D স্থায়ী কর্মীর পদে আবেদন করতে পারবেন না তাঁরা । গ্রুপ D-র স্থায়ী কর্মী নিয়োগের নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । সেই সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে ক্লাস এইট পাশ হতে হবে । তাই স্থায়ী কর্মী নিয়োগ হলে কাজ হারানোর ভয় করছেন পুরুলিয়া পৌরসভার প্রায় 80 জন অস্থায়ী কর্মী ।

গতকাল, কাজ হারানোর আশঙ্কায় পৌরসভার পৌরপ্রধানের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা । তাঁদের দাবি, পুরোনো অস্থায়ী কর্মীদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিয়োগ করা হোক । আর না হয় তারাও যাতে সেই আবেদন জানাতে পারে সেই ব্যবস্থা করা হোক । না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তাঁরা ।

পৌরসভায় 23 বছর ধরে সাফাইয়ের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী নিমাই গড়াই বলেন, "1995 সাল থেকে আমরা 80 জন অস্থায়ী কর্মীই পৌরসভার কাজের সঙ্গে যুক্ত । আমরা অনেক কম টাকা নিয়ে কাজ করে এসেছি । কিন্তু আজ পর্যন্ত স্থায়ী কর্মী করা হল না । অথচ এখন নতুন করে গ্রুপ-D স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বার হয়েছে । তাই আমরা এই বয়সে এসে আজ কাজ হারাবার আশঙ্কা করছি ।"

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, " নির্দেশিকা অনুযায়ী 25টি স্থায়ী গ্রুপ-D কর্মীর নিয়োগের আবেদনপত্র বার করা হয়েছে পৌরসভার তরফে । আবেদনের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে পুরুলিয়া পৌরসভার বাসিন্দা হতে হবে । আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । এবং তাকে ক্লাস এইট পাশ হতে হবে । আগামী 19 নভেম্বর পর্যন্ত সেই আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে । কিন্তু অস্থায়ী কর্মীদের সেই যোগ্যতা না থাকায় তাঁরা আবেদন করতে পারছেন না । তাঁরা বিষয়টি আমাকে জানিয়েছেন । কিন্তু আমার এক্ষেত্রে করার কিছুই নেই । তারা যদি আদালতে যেতে চায় তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার ।"

পুরুলিয়া, 17 নভেম্বর : পুরুলিয়া পৌরসভায় গ্রুপ-D পদে স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বেরোতেই কর্মচ্যুত হওয়ার আশঙ্কা করছেন প্রায় 80 জন অস্থায়ী কর্মী । 23 বছর ধরে পৌরসভার কাজে যুক্ত আছেন তাঁরা । গ্রুপ-D স্থায়ী কর্মীর পদে আবেদন করতে পারবেন না তাঁরা । গ্রুপ D-র স্থায়ী কর্মী নিয়োগের নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । সেই সঙ্গে আবেদনকারীকে কমপক্ষে ক্লাস এইট পাশ হতে হবে । তাই স্থায়ী কর্মী নিয়োগ হলে কাজ হারানোর ভয় করছেন পুরুলিয়া পৌরসভার প্রায় 80 জন অস্থায়ী কর্মী ।

গতকাল, কাজ হারানোর আশঙ্কায় পৌরসভার পৌরপ্রধানের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা । তাঁদের দাবি, পুরোনো অস্থায়ী কর্মীদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিয়োগ করা হোক । আর না হয় তারাও যাতে সেই আবেদন জানাতে পারে সেই ব্যবস্থা করা হোক । না হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তাঁরা ।

পৌরসভায় 23 বছর ধরে সাফাইয়ের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী নিমাই গড়াই বলেন, "1995 সাল থেকে আমরা 80 জন অস্থায়ী কর্মীই পৌরসভার কাজের সঙ্গে যুক্ত । আমরা অনেক কম টাকা নিয়ে কাজ করে এসেছি । কিন্তু আজ পর্যন্ত স্থায়ী কর্মী করা হল না । অথচ এখন নতুন করে গ্রুপ-D স্থায়ী কর্মী নিয়োগের আবেদনপত্র বার হয়েছে । তাই আমরা এই বয়সে এসে আজ কাজ হারাবার আশঙ্কা করছি ।"

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান বলেন, " নির্দেশিকা অনুযায়ী 25টি স্থায়ী গ্রুপ-D কর্মীর নিয়োগের আবেদনপত্র বার করা হয়েছে পৌরসভার তরফে । আবেদনের নিয়ম অনুযায়ী আবেদনকারীকে পুরুলিয়া পৌরসভার বাসিন্দা হতে হবে । আবেদনকারীর বয়স 40 বছরের নিচে হতে হবে । এবং তাকে ক্লাস এইট পাশ হতে হবে । আগামী 19 নভেম্বর পর্যন্ত সেই আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে । কিন্তু অস্থায়ী কর্মীদের সেই যোগ্যতা না থাকায় তাঁরা আবেদন করতে পারছেন না । তাঁরা বিষয়টি আমাকে জানিয়েছেন । কিন্তু আমার এক্ষেত্রে করার কিছুই নেই । তারা যদি আদালতে যেতে চায় তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার ।"

Intro:পুরুলিয়া : পুরুলিয়া পুরসভায় D-গ্রুপে স্থায়ী কর্মী নিয়োগের আবেদন পত্র বেরোতেই কর্মচ্যুত হওয়ার আশঙ্কা করছেন 23 বছর ধরে পুরসভার কাজে যুক্ত থাকা 80 জন অস্থায়ী কর্মী l নিয়ম অনুযায়ী D-গ্ৰুপের স্থায়ী কর্মীর আবেদনই করতে পারবেন না কোন কর্মী, কারণ তাদের কারুরই বয়স 40-এর নিচে নয় এবং কেউই অষ্টম শ্রেণী উত্তীর্ণ নয় l তাই নতুন স্থায়ী কর্মী নিয়োগ হলেই তারা কর্মচ্যুত হবেন l এই আশঙ্কায় পুরসভার পুরপ্রধানের কাছে এসে বিক্ষোভে সামিল অস্থায়ী কর্মীরা l তাদের দাবি, পুরোনো অস্থায়ী কর্মীদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিয়োগ করা হোক l আর নাহয় তারাও যাতে সেই আবেদন জানাতে পারে সেই ব্যবস্থা করা হোক l আর তা নাহলে আদালতের দ্বারস্থ হতে চলেছেন 80 জন অস্থায়ী কর্মী lBody:পুরসভায় 23 বছর ধরে সাফাইয়ের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী নিমাই গরাই জানান, "1995 সাল থেকে আমরা 80 জন অস্থায়ী কর্মীই পুরসভার কাজের সঙ্গে যুক্ত l আমরা অতি নূন্যতম বেতনেই কাজ করে আসছি সারাজীবন l কিন্তু আমাদের আজও স্থায়ী কর্মী করা হলো না l অথচ এখন নতুন করে D-গ্রূপে স্থায়ী কর্মী নিয়োগের আবেদন পত্র বার হয়েছে l তাই আমরা এই বয়েসে এসে আজ কাজ হারাবার আশঙ্কা করছি l" তারা জানান, "নতুন স্থায়ী কর্মীর ফর্ম ফিলাপ করতে হলে নিয়ম অনুযায়ী 40 বছরের নিচে হতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে l কিন্তু আমরা 80 জন কর্মীর কারুরই বয়স 40-এর নিচে নয় এবং কারুরই অষ্টম শ্রেণী পাশ সার্টিফিকেট নেই l তাই আমরা পুরসভার স্থায়ী কর্মীর জন্য আবেদন জানাতে পারবো না l" অভিযোগ, D-গ্ৰুপের নতুন স্থায়ী কর্মী নিযুক্ত হয়ে গেলেই তারা কর্মচ্যুত হয়ে পড়বেন l তাই তাদের দাবি, "হয়তো তাদের মধ্যেই বাছাই করে স্থায়ী কর্মী নিযুক্ত করা হোক আর নাহয় তারা যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা হোক l তাদের দাবি না মানা হলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা lConclusion:এ বিষয়ে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান শামীম দাদ খান জানান, "নির্দেশ অনুযায়ী পুরসভায় 25 টি স্থায়ী D-গ্রূপ কর্মীর নিয়োগের আবেদন পত্র বার হয়েছে l সেই আবেদনের নিয়ম অনুযায়ী ব্যক্তিকে পুরুলিয়া পুরসভার বাসিন্দা হতে হবে, বয়স 40 বছরের নিচে হতে হবে, অষ্টম শ্রেণী পাশ হতে হবে l আগামী 19 নভেম্বর পর্যন্ত সেই আবেদন পত্র পূর্ণ করে জমা করতে হবে l কিন্তু অস্থায়ী কর্মীদের কারুরই সেই যোগ্যতা না থাকায় তারা আবেদন করতে পারছেন না l তারা বিষয়টি আমাকে জানায় l কিন্তু আমার এক্ষেত্রে করার কিছুই নেই l তারা যদি আদালতে যেতে চায় তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার l
Last Updated : Nov 17, 2019, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.