ETV Bharat / state

Tapan Kandu Murder case: তপন কান্দু খুনে 3 অভিযুক্তকে জেল হেফাজত, পরিদর্শনে ফরেনসিক দল - কংগ্রেস কাউন্সিলর খুন

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (Tapan Kandu Murder case) ধৃত তিন অভিযুক্তকে 10 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত (accused sent to jail custody)৷

tapan-kandu-murder-case-3-accused-sent-to-jail-custody-cbi-forensic-team-reach-to-jhalda
তপন কান্দু খুনে 3 অভিযুক্তকে জেল হেফাজত, পরিদর্শনে ফরেনসিক দল
author img

By

Published : Apr 17, 2022, 5:44 PM IST

পুরুলিয়া, 17 এপ্রিল: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (Tapan Kandu Murder case) সিবিআই হেফাজতে থাকা 3 অভিযুক্ত নরেন কান্দু, আশিক খান ও সত্যবান প্রামাণিককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ৷ তাদের 10 দিনের জেল হেফাজতের (accused sent to jail custody) নির্দেশ দেন বিচারক । এ দিকে, আজই ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছেছে ফরেনসিক দল (CBI forensic team visits Jhalda)। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷

সূত্রের খবর, কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির খোল পরীক্ষা করে দেখেন ফরেনসিক দলের সদস্যরা । তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে সিবিআই-এর ফরেনসিক দলের । সূত্রের খবর, নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট ও ময়নাতদন্ত রিপোর্টও খতিয়ে দেখবে তারা ৷

আরও পড়ুন: Jhalda Murder Case : তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত

খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই, সুভাষ কর্মকার, যাদব রজক ও প্রদীপ চৌরাসিয়াকে সঙ্গে নিয়ে সিবিআই-এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায় । তাদের সঙ্গে ছিলেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুও । সিবিআই-এর প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে ফরেনসিক বিভাগের দলও । ঘটনাস্থলে গিয়ে তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে চান ঘটনাটি ঠিক কোথায় ঘটেছিল, কোথায় তপন কান্দু পড়েছিলেন এবং কোন পথ দিয়ে অপরাধীরা পালিয়ে গিয়েছিল ৷ এ দিন ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক বিভাগের দল নমুনা সংগ্রহ করবে বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ৷ আদালতে পেশ করার সময় নিহতের দাদা অভিযুক্ত নরেন কান্দুকে খুনের ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছুই বলতে চাননি । ধৃতদের কাছ থেকে দুটি মোটর সাইকেল, দুটি মোবাইল ও মোটা অঙ্কের টাকা উদ্ধার করেছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা । আগামী 27 তারিখ অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : CBI in Jhalda Case : নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী দল

আজই নিহত তপন কান্দুর বাড়ি যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।

পুরুলিয়া, 17 এপ্রিল: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (Tapan Kandu Murder case) সিবিআই হেফাজতে থাকা 3 অভিযুক্ত নরেন কান্দু, আশিক খান ও সত্যবান প্রামাণিককে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ৷ তাদের 10 দিনের জেল হেফাজতের (accused sent to jail custody) নির্দেশ দেন বিচারক । এ দিকে, আজই ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছেছে ফরেনসিক দল (CBI forensic team visits Jhalda)। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷

সূত্রের খবর, কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ম্যাগাজিন ও গুলির খোল পরীক্ষা করে দেখেন ফরেনসিক দলের সদস্যরা । তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে সিবিআই-এর ফরেনসিক দলের । সূত্রের খবর, নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট ও ময়নাতদন্ত রিপোর্টও খতিয়ে দেখবে তারা ৷

আরও পড়ুন: Jhalda Murder Case : তপন কান্দু খুনে অভিযুক্ত কলেবরের জেল হেফাজত

খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই, সুভাষ কর্মকার, যাদব রজক ও প্রদীপ চৌরাসিয়াকে সঙ্গে নিয়ে সিবিআই-এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায় । তাদের সঙ্গে ছিলেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুও । সিবিআই-এর প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে ফরেনসিক বিভাগের দলও । ঘটনাস্থলে গিয়ে তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে চান ঘটনাটি ঠিক কোথায় ঘটেছিল, কোথায় তপন কান্দু পড়েছিলেন এবং কোন পথ দিয়ে অপরাধীরা পালিয়ে গিয়েছিল ৷ এ দিন ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক বিভাগের দল নমুনা সংগ্রহ করবে বলে জানা গিয়েছে ।

এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ৷ আদালতে পেশ করার সময় নিহতের দাদা অভিযুক্ত নরেন কান্দুকে খুনের ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছুই বলতে চাননি । ধৃতদের কাছ থেকে দুটি মোটর সাইকেল, দুটি মোবাইল ও মোটা অঙ্কের টাকা উদ্ধার করেছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা । আগামী 27 তারিখ অভিযুক্তদের ফের আদালতে তোলা হবে ।

আরও পড়ুন : CBI in Jhalda Case : নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে সিবিআইয়ের তদন্তকারী দল

আজই নিহত তপন কান্দুর বাড়ি যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.