পুরুলিয়া, 4 এপ্রিল: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এখনও উত্তপ্ত ঝালদা ৷ আগামিকাল ঝালদায় পৌরবোর্ড গঠন ৷ তার আগেই বিষ্ফোরক অভিযোগ ঝালদার তপন কান্দুর পরিবারের ৷ ঝালদা পৌরবোর্ড গঠন করা নিয়েই খুন হতে হয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে ৷ এমনই অভিযোগ তপন কান্দুর পরিবারের ৷ তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা দেবী বলেন, ‘‘যারা ক্ষমতার লোভে আমার স্বামীকে খুন করেছে তাদের শাস্তি না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই ৷ তার জন্য যতদূর যেতে হয় আমি যাবো । সমস্ত ঝালদাবাসী আমার সঙ্গে রয়েছেন (Jhalda Congress Councillor Murder Case)।’’
আগামিকাল ঝালদায় পৌরবোর্ড গঠন ৷ এই প্রসঙ্গে ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা বলেন, ‘‘আগামীকাল বোর্ড গঠনের জন্য় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এলাকার কাউন্সিলরদেরও ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে (Congress Counsellor Tapan Kandu murder) ৷’’
আরও পড়ুন : Jhalda Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার নরেন কান্দু, আশিক খান
এই পৌরবোর্ড গঠন সম্পর্কেই পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ‘‘এইভাবে মানুষ খুন করে বোর্ড গঠন ঝালদার মানুষ মেনে নেবেন না । তাই আগামিকাল আমাদের গণতন্ত্রের কালা দিবস পালিত হবে ঝলদায় । আমরা ১০ টা থেকে ৫টা পর্যন্ত কালো ব্যাচ পরে থাকব । ঝালদা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভও করব ।’’ কালা দিবসের জন্য আগামিকাল ঝালদা শহরে মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি (Jhalda Murder Case)।