ETV Bharat / state

তৃণমূল সংসারে মা মমতা, বড় ভাই অভিষেক : সোহম - মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার পুরুলিয়ায় যুব তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ৷ 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল সেই জেলায় দল গোছানোর কাজ শুরু করেছে রাজ্যের শাসকদল ৷ সেখানেই সোহম বলেন, তৃণমূল কংগ্রেস একটা সংসার ৷ সেই সংসারের মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

soham chakraborty at purulia
সোহম চক্রবর্তী
author img

By

Published : Jun 29, 2020, 9:16 PM IST

পুরুলিয়া, 29 জুন : তৃণমূল একটা সংসার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংসারের মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ভাই, বললেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ সোমবার পুরুলিয়া এসে দলের যুব নেতাকর্মীদের বার্তা দিলেন রুপোলি পর্দা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে আসা সোহম চক্রবর্তী ৷ যিনি বর্তমানে দলের অন্যতম যুবনেতা ৷

18 থেকে 35 বছর বয়সি যুবকদের দলে টানতে যুব তৃণমূলের "ফিল্ড ইউনিট মেম্বার"দের নিয়ে আজ রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয় ৷ পুরুলিয়ার বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় সোহম চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য নেতা নির্মাল্য চক্রবর্তী, জেলা যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাত, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত, দলের একাধিক বিধায়ক ও যুব তৃণমূল কর্মীরা ৷ জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোরোনা পরিস্থিতিতেও দল গোছানোর কাজ পুরুলিয়ায় শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব ৷

সোমবার যুব নেতা নির্মাল্য চক্রবর্তী বলেন, "রাজ্য তৃণমূলের পক্ষ থেকে 23 টি জেলাকে 5 টি জোনে ভাগ করা হয়েছে ৷ জোন 3-এ সোহম চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তী রয়েছেন ৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, এই 6 টি জেলার দায়িত্ব রয়েছেন ৷ নেতাদের নির্দেশে প্রতি জেলায় 10-12 জনের যুব সদস্য নির্বাচন করা হবে ৷"

সোমবার পুরুলিয়ার সভায় সোহম চক্রবর্তী ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহম চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ফিল্ড ইউনিট মেম্বার কর্মসূচি হচ্ছে ৷ লক্ষ্য অরাজনৈতিক সমাজসেবি যুবকদের তৃণমূলের যুবশক্তি প্রকল্পে নিয়ে আসা ৷"

এরপরই তিনি বলেন, "তৃণমূল দল হচ্ছে একটা সংসার ৷ মা হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, বড় ভাই অভিষেক বন্দোপাধ্যায় ৷ তাঁরা যেভাবে আমাদের পথ দেখাবেন, সেভাবেই কাজ করে যেতে হবে ৷ ব্যক্তি স্বার্থ, মান-অভিমান সরিয়ে একসঙ্গে কাজ করে গেলে ভালো হবে ৷"

পুরুলিয়া, 29 জুন : তৃণমূল একটা সংসার ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংসারের মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ভাই, বললেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ সোমবার পুরুলিয়া এসে দলের যুব নেতাকর্মীদের বার্তা দিলেন রুপোলি পর্দা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে আসা সোহম চক্রবর্তী ৷ যিনি বর্তমানে দলের অন্যতম যুবনেতা ৷

18 থেকে 35 বছর বয়সি যুবকদের দলে টানতে যুব তৃণমূলের "ফিল্ড ইউনিট মেম্বার"দের নিয়ে আজ রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয় ৷ পুরুলিয়ার বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় সোহম চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য নেতা নির্মাল্য চক্রবর্তী, জেলা যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাত, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত, দলের একাধিক বিধায়ক ও যুব তৃণমূল কর্মীরা ৷ জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোরোনা পরিস্থিতিতেও দল গোছানোর কাজ পুরুলিয়ায় শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব ৷

সোমবার যুব নেতা নির্মাল্য চক্রবর্তী বলেন, "রাজ্য তৃণমূলের পক্ষ থেকে 23 টি জেলাকে 5 টি জোনে ভাগ করা হয়েছে ৷ জোন 3-এ সোহম চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তী রয়েছেন ৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, এই 6 টি জেলার দায়িত্ব রয়েছেন ৷ নেতাদের নির্দেশে প্রতি জেলায় 10-12 জনের যুব সদস্য নির্বাচন করা হবে ৷"

সোমবার পুরুলিয়ার সভায় সোহম চক্রবর্তী ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহম চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় ফিল্ড ইউনিট মেম্বার কর্মসূচি হচ্ছে ৷ লক্ষ্য অরাজনৈতিক সমাজসেবি যুবকদের তৃণমূলের যুবশক্তি প্রকল্পে নিয়ে আসা ৷"

এরপরই তিনি বলেন, "তৃণমূল দল হচ্ছে একটা সংসার ৷ মা হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়, বড় ভাই অভিষেক বন্দোপাধ্যায় ৷ তাঁরা যেভাবে আমাদের পথ দেখাবেন, সেভাবেই কাজ করে যেতে হবে ৷ ব্যক্তি স্বার্থ, মান-অভিমান সরিয়ে একসঙ্গে কাজ করে গেলে ভালো হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.