কোটশিলা (পুরুলিয়া), 8 মে : রামনামে তাঁর 'আপত্তি' । রাম নাকি তাঁর কাছে দেবতা নন ! তাই "জয়শ্রীরাম" স্লোগানও দিতে চান না । তবে, সীতাকে রামের মা বলে বসবেন তা কে জানত !
জয়শ্রীরাম স্লোগান নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি । ঘটনার সূত্রপাত শনিবার । মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চন্দ্রকোনায় । রাধাবল্লভপুরের কাছে তাঁর কনভয় পৌঁছালে বেশ কয়েকজন গ্রামবাসী "জয়শ্রীরাম" স্লোগান দিয়ে ওঠেন । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন । কয়েকজনকে পালাতে দেখে তিনি প্রশ্ন করেন, "পালাচ্ছিস কেন ?" কেউ কোনও উত্তর দেননি । কিছুক্ষণ পর গাড়িতে উঠে বেরিয়ে যান মমতা ।
এই সংক্রান্ত খবর : রাম দেবতা নন, তাঁর নামে ধ্বনি দেব না : মমতা
এরপর একাধিক সভায় তৃণমূল সুপ্রিমো বলেছেন, "আমরা কখনও একটা ধ্বনি দিই না । যে ধ্বনিটা BJP দেয় । কোনও একজনের নামে ধ্বনি দেয় ওরা । দেবতা না হলেও দেবতা বানিয়ে দিচ্ছে । আমরা এটা করি না ।" আজ অবশ্য তিনি একটু অন্য কথাই বললেন । পুরুলিয়ার কোটশিলার সভা থেকে মমতা বলেন, "ইলেকশন এলেই রামচন্দ্র সীতামাইয়াকে ডাকে । ডেকে বলে, সীতা মা সীতা মা আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে । তখন সীতা বলে, কেন ? কেন ? তখন রাম বলে, দেখছ না BJP আমার নাম স্মরণ করছে । পাঁচ বছর করে না । ভোট এলেই রামনাম সত্য হ্যায় আর রামনাম জিন্দাবাদ করে ।"
দেশে নিন্দুকের তো আর অভাব নেই । সব শুনে হাসছেন তাঁরা । প্রশ্ন করছেন, "রাম আবার কবে সীতা মা বললেন ?"