পুরুলিয়া, 2 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় গ্রেফতার নিহতের দাদা নরেন কান্দু ও আশিক খান । আজ পুরুলিয়া মফঃস্বল থানার ক্ষনিকা গেস্টহাউসে জিজ্ঞাসাবাদ চালানোর পর অভিযুক্তদের গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল (সিট) ।
আগামী কাল অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে ৷ নরেন কান্দু সম্পর্কে গ্রেফতার হওয়া দীপক কান্দুর বাবা । এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করল জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল । গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দু, নরেন কান্দু, কলেবর সিং এবং আশিক খান ।
গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে গোকুলনগরে গ্রাম সংলগ্ন এলাকায় খুন হন তপন কান্দু (Jhalda Congress Councillor Murder Case) ৷ সাম্প্রতিক ঝালদা পৌরসভার ভোটে (Jhalda Municipality Election 2022) 2 নম্বর ওয়ার্ড থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু । ফলাফল ঘোষণার পরেই আততায়ীর গুলিতে নিহত হন নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ।
আরও পড়ুন : তপন কান্দু হত্যা মামলায় কেস ডায়েরি জমা পড়ল হাইকোর্টে
ঘটনার পরেই কাঠগড়ায় তোলা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলা হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয়, ঝালদা থানার পুলিশও এই নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করছিল ৷ ঘটনার তদন্তে প্রশাসনের তরফে 6 সদস্যের সিট গঠন করা হয় ৷ তদন্তে সিআইডি সহযোগিতাও করছে ৷
আরও পড়ুন : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশের কেস ডায়েরি তলব হাইকোর্টের
যদিও পুলিশের তদন্তে খুশি নয় নিহত কাউন্সিলরের পরিবার ৷ তাঁরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে ৷ কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলাও দায়ের করা হয়েছে ৷