পুরুলিয়া, 27 নভেম্বর : ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন 4 জন পরিযায়ী শ্রমিক (4 Migrant Labours died in a road accident) ৷ এঁদের মধ্যে 3 জন পুরুলিয়ার বাসিন্দা ও একজন বাঁকুড়ার । মৃতরা হলেন বরাবাজার থানার সিন্দরি গ্রামের নির্মল মাহাতো (35), দুর্যোধন মাহাতো (23), সিন্দরি এলাকার স্থানীয় লাকা গ্রামের চারু মাহাতো (25) ৷ আরেক মৃত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করে জানা না গেলেও, সূত্রের খবর তিনি বাঁকুড়ায় খাতড়া এলাকার বাসিন্দা ৷
জানা গিয়েছে, শুক্রবার বিকেল নাগাদ একটি পিকআপ ভ্যানে প্রায় 32 জনের একটি শ্রমিকের দল ঝাড়খণ্ডের টাটানগর জংশনের উদ্দেশ্যে রওনা দেয় । সেখান থেকে ট্রেন ধরে তাদের বিশাখাপত্তনমে যাওয়ার কথা ছিল । কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করার পরই পটমদার ঠঙঠঙি এলাকায় পরিযায়ী শ্রমিকদের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ।
আরও পড়ুন : Road Accident in Jamshedpur : জামশেদপুরে পথ দুর্ঘটনা, মৃত বাংলার 3 শ্রমিক
ঘটনায় পিকআপ ভ্যানে থাকা সকলেই কমবেশি আহত হন । স্থানীয় মানুষজনদের সাহায্যে কমলপুর থানার পটমদা ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে টাটার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকেরা 3 জনকে মৃত ঘোষণা করেন ৷ আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয় ৷ কিন্তু চিকিৎসা চলাকালীন তিনিও মারা যান ৷