ETV Bharat / state

Road Accident: পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 3 - বেপরোয়া গতির বলি 2

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষ ৷ মৃত 2 ও আহত 3 ৷ পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার জাইরাডি ফুটবল ময়দান সংলগ্ন এলাকার ঘটনা (Several Injured in a Road Accident) ৷

Road Accident
ETV Bharat
author img

By

Published : Nov 20, 2022, 10:48 PM IST

পুরুলিয়া, 20 নভেম্বর: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মত্যু হল দুই ব্যক্তির ৷ গুরুতর আহত হয়ছেন আরও 3 ৷ রবিবার পুরুলিয়ার বান্দোয়ান থানার অর্ন্তগত জাইরাডি ফুটবল মাঠ সংলগ্ন এলাকার ঘটনা (Road Accident in Purulia) ৷

জানা গিয়েছ, এদিন বিকালে মোটর সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দু‘টি গাড়িরই গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে যায় ৷ মৃত অজয় কর্মকার (25) বান্দোয়ান এবং সুদর্শন টুডু (40) বোরো থানা এলাকার আকরোর বাসিন্দা ছিলেন ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে 3 জনকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে তাদের অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, একটি স্কুটিতে সুদর্শন বাবু ও তার স্ত্রী ছিলেন এবং অন্য বাইকটিতে অজয় কর্মকার ও তাঁর তিন বন্ধু ছিলেন। দু’টি গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷

পুরুলিয়া, 20 নভেম্বর: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মত্যু হল দুই ব্যক্তির ৷ গুরুতর আহত হয়ছেন আরও 3 ৷ রবিবার পুরুলিয়ার বান্দোয়ান থানার অর্ন্তগত জাইরাডি ফুটবল মাঠ সংলগ্ন এলাকার ঘটনা (Road Accident in Purulia) ৷

জানা গিয়েছ, এদিন বিকালে মোটর সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দু‘টি গাড়িরই গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে যায় ৷ মৃত অজয় কর্মকার (25) বান্দোয়ান এবং সুদর্শন টুডু (40) বোরো থানা এলাকার আকরোর বাসিন্দা ছিলেন ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে 3 জনকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে তাদের অন্যত্র রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, একটি স্কুটিতে সুদর্শন বাবু ও তার স্ত্রী ছিলেন এবং অন্য বাইকটিতে অজয় কর্মকার ও তাঁর তিন বন্ধু ছিলেন। দু’টি গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.