পুরুলিয়া, 30 অগাস্ট : 14 বছর ধরে পুরুলিয়ার রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিল ৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড় বসল প্রশাসন ৷ গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক জয়দীপ গাঙ্গুলি ৷ দ্রুত মিড ডে মিল চালুরও আশ্বাস দেন ৷
পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের চারপাশে জমেছে নোংরা ৷ একটি নলকূপ থাকলেও সেটির জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেছেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসে বলে অভিযোগ । বুধবার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয় ৷
এই সংক্রান্ত আরও খবর : 14 বছর বন্ধ মিড ডে মিল, আবর্জনার জন্য চালু হয়নি স্কুলের নতুন ভবন
এরপরই গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক ৷ কথা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে ৷ তবে তাঁর বক্তব্য, আগেও স্কুলটি পরিদর্শনে এসেছিলেন ৷ স্কুলের চারপাশে পাঁচিল তৈরির প্রস্তাব ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে বলে তাঁর বক্তব্য ৷ 14 বছর ধরে মিড ডে মিল বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, "শুধু স্কুল পরিদর্শক হিসেবে নয়, কারও কাছেই এটা কাঙ্খিত নয় ৷" ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, "পরিবেশ প্রতিকূল থেকে অনুকূল করে নিতে হয় ৷ আমাদের একটাই অন্তরায় চারপাশে পাঁচিল ৷"
এতকিছুর মধ্যে গতকাল সকালেও বদলায়নি স্কুলের ছবি ৷ স্কুলের ভিতরে তাস খেলছিল কয়েকজন যুবক ৷ সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই সেখান থেকে চলে যায় তারা ৷ তবে, অবর বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসের পর স্কুল কর্তৃপক্ষের বিশ্বাস, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে ৷