ETV Bharat / state

মিড ডে মিল চালুর আশ্বাস পরিদর্শকের, আশায় পুরুলিয়ার স্কুল - পুরুলিয়ার স্কুল

দ্রুত মিড ডে মিল চালু করার আশ্বাস দিলেন পুরুলিয়ার অবর বিদ্যালয় পরিদর্শক ৷ পরিকাঠামো উন্নয়নেরও আশ্বাস দিয়েছেন তিনি ৷

পরিদর্শক
author img

By

Published : Aug 30, 2019, 6:24 AM IST

পুরুলিয়া, 30 অগাস্ট : 14 বছর ধরে পুরুলিয়ার রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিল ৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড় বসল প্রশাসন ৷ গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক জয়দীপ গাঙ্গুলি ৷ দ্রুত মিড ডে মিল চালুরও আশ্বাস দেন ৷

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের চারপাশে জমেছে নোংরা ৷ একটি নলকূপ থাকলেও সেটির জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেছেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসে বলে অভিযোগ । বুধবার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয় ৷

School
কবে চালু হবে মিড ডে মিল ? সেটাই যেন প্রশ্ন পড়ুয়াদের

এই সংক্রান্ত আরও খবর : 14 বছর বন্ধ মিড ডে মিল, আবর্জনার জন্য চালু হয়নি স্কুলের নতুন ভবন

এরপরই গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক ৷ কথা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে ৷ তবে তাঁর বক্তব্য, আগেও স্কুলটি পরিদর্শনে এসেছিলেন ৷ স্কুলের চারপাশে পাঁচিল তৈরির প্রস্তাব ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে বলে তাঁর বক্তব্য ৷ 14 বছর ধরে মিড ডে মিল বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, "শুধু স্কুল পরিদর্শক হিসেবে নয়, কারও কাছেই এটা কাঙ্খিত নয় ৷" ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, "পরিবেশ প্রতিকূল থেকে অনুকূল করে নিতে হয় ৷ আমাদের একটাই অন্তরায় চারপাশে পাঁচিল ৷"

School
চলছে ক্লাস

এতকিছুর মধ্যে গতকাল সকালেও বদলায়নি স্কুলের ছবি ৷ স্কুলের ভিতরে তাস খেলছিল কয়েকজন যুবক ৷ সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই সেখান থেকে চলে যায় তারা ৷ তবে, অবর বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসের পর স্কুল কর্তৃপক্ষের বিশ্বাস, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে ৷

School
স্কুল চত্বরে তাস খেলতে দেখা গেল কয়েকজনকে

পুরুলিয়া, 30 অগাস্ট : 14 বছর ধরে পুরুলিয়ার রেণীরোড প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিল ৷ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই নড়েচড় বসল প্রশাসন ৷ গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক জয়দীপ গাঙ্গুলি ৷ দ্রুত মিড ডে মিল চালুরও আশ্বাস দেন ৷

পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের ধবঘাটা রেণীরোড প্রাথমিক বিদ্যালয় ৷ 14 বছর ধরে সেখানে বন্ধ মিড ডে মিল ৷ স্কুলের চারপাশে জমেছে নোংরা ৷ একটি নলকূপ থাকলেও সেটির জল পানের অযোগ্য ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি চৌধুরিও স্বীকার করেছেন সমস্যার কথা ৷ তবে, এখানেই শেষ নয় ৷ স্কুল ছুটির পর সেখানে মদ ও জুয়ার আড্ডা বসে বলে অভিযোগ । বুধবার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয় ৷

School
কবে চালু হবে মিড ডে মিল ? সেটাই যেন প্রশ্ন পড়ুয়াদের

এই সংক্রান্ত আরও খবর : 14 বছর বন্ধ মিড ডে মিল, আবর্জনার জন্য চালু হয়নি স্কুলের নতুন ভবন

এরপরই গতকাল স্কুল পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক ৷ কথা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে ৷ তবে তাঁর বক্তব্য, আগেও স্কুলটি পরিদর্শনে এসেছিলেন ৷ স্কুলের চারপাশে পাঁচিল তৈরির প্রস্তাব ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে বলে তাঁর বক্তব্য ৷ 14 বছর ধরে মিড ডে মিল বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, "শুধু স্কুল পরিদর্শক হিসেবে নয়, কারও কাছেই এটা কাঙ্খিত নয় ৷" ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, "পরিবেশ প্রতিকূল থেকে অনুকূল করে নিতে হয় ৷ আমাদের একটাই অন্তরায় চারপাশে পাঁচিল ৷"

School
চলছে ক্লাস

এতকিছুর মধ্যে গতকাল সকালেও বদলায়নি স্কুলের ছবি ৷ স্কুলের ভিতরে তাস খেলছিল কয়েকজন যুবক ৷ সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই সেখান থেকে চলে যায় তারা ৷ তবে, অবর বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসের পর স্কুল কর্তৃপক্ষের বিশ্বাস, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে ৷

School
স্কুল চত্বরে তাস খেলতে দেখা গেল কয়েকজনকে
Intro:পুরুলিয়া : ইটিভি ভারতের খবর জেরে14 বন্ধ থাকার মিডডেমিলে জট কাটার সম্ভাবনা তৈরী হল পুরুলিয়ায় l বৃহস্পতিবার পুরুলিয়া শহরের 16 নম্বর ওয়ার্ডের রেনিরোড প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গেলেন অবর বিদ্যালয় পরিদশর্ক জয়দীপ গাঙ্গুলি l খবর দেখেই স্কুলে হানা দিয়েছিল পুলিশও l দীর্ঘদিন বন্ধ থাকা স্কুলের কক্ষের বাইরে যাতে বহিরাগতদের কোনো আড্ডাও না বসে সে সম্পর্কে সচেতনতা করেছেন তারা l তাতেও অবশ্য পরিস্থিতি বদলায়নি l বৃহস্পতিবার সকালে সাংবাদিকের ক্যামেরা দেখে তাসের আড্ডা ছেড়ে পালিয়ে যায় একঝাঁক যুবক l তবে মিডডেমিল কবে থেকে চালু হবে স্কুলে তা এদিনও বলতে পারেননি অবর বিদ্যালয় পরিদর্শক lBody:এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ চৌধুরী জানান, "এদিন বিদ্যালয় পরিদর্শক স্কুলে এসে বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত হন l একইসঙ্গে বিদ্যালয়ের পাঁচিল নির্মাণ এবং মিডডেমিল চালু করার আশ্বাস দেন তিনি l" তবে দীর্ঘ 14 বছর ধরে মিডডেমিল থেকে বঞ্চিত কেন পড়ুয়ারা তার জবাব দিতে পারেনি অবর বিদ্যালয় পরিদশর্ক জয়দীপ গাঙ্গুলি l তবে তিনি আশ্বাস দেন শীঘ্রই স্কুলের পরিকাঠামোর উন্নয়ন করা হবে, একইসঙ্গে ভবন নির্মাণ করে মিডডেমিল চালু করা হবে l"Conclusion:কবে হবে স্কুলের পরিকাঠামোর উন্নয়ন এবং মিডডেমিলই বা কবে চালু হবে এখন সেটাই দেখার !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.