পুরুলিয়া, 14 মে : সেলসম্যানের কাজ করতে এসে দীর্ঘ লকডাউনে পুরুলিয়ায় আটকে পড়েছিলেন কোচবিহার-সহ অসমের বিভিন্ন জেলার 74 জন শ্রমিক । লকডাউনে বন্ধ কাজ, যানবাহন চলাচলও একেবারেই বন্ধ । এই অবস্থায় বাড়ি ফেরাটা অসম্ভব হয়ে উঠেছিল তাঁদের কাছে । অসহায় হয়ে পড়েছিলেন ওই যুবকরা । উপার্জনের অর্থও শেষ হয়ে গেছিল । জেলার বিভিন্ন ব্লকে আটকে পড়ে কোনওরকমে আধপেটা খেয়েই দিন কাটছিল তাঁদের । আজ পুরুলিয়া জেলা পুলিশ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন ব্লক থেকে ওই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে পুরুলিয়া শহরে আনা হয় । সেখান থেকে বিশেষ বাসে করে তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে জেলা পুলিশ ।
কোচবিহারের বাসিন্দা ইয়াকুব হোসেন ও অসমের বাসিন্দা পুলকেশ অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা বলেন, "কয়েকমাস আগে বেসরকারি কম্পানিগুলিতে সেলসম্যানের কাজ করতে পুরুলিয়া জেলায় এসেছিলাম । তারপর হঠাৎ লকডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ । ফলে জেলার বিভিন্ন ব্লকে আটকে পড়েছিলাম আমরা । দীর্ঘ লকডাউনে টাকা পয়সাও শেষ হয়ে গিয়েছিল । এরপরই কয়েকদিন আগে স্থানীয় থানায় যোগাযোগ করা হয় । পুলিশ প্রশাসন আমাদের অসহায় অবস্থার কথা বুঝতে পেরে জেলার বিভিন্ন ব্লকে আটকে পড়া সেলসম্যানদের চিহ্নিত করে পুরুলিয়া শহরে নিয়ে আসেন । সেই দলে আমরাও ছিলাম ।"
জেলা প্রশাসনের এক কর্মী পাপ্পু ঠাকুর এ-বিষয়ে বলেন, "পুরুলিয়া জেলায় কাজ করতে এসে এই 74 জন আটকে পড়েছিলাম বিভিন্ন ব্লকে । তাঁদের সকলকে একত্রিত করে আজ বিশেষ বাসে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হল । এর আগেও জেলা প্রশাসনের তরফে পুরুলিয়ায় আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়েছে ।"