ETV Bharat / state

সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12 - পুরুলিয়ায় সাধু নিগ্রহ

Sadhus From UP Beaten in Purulia: গুজবের জেরে সাধুদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার 12 ৷ শনিবার তাদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর।

Sadhus From UP Beaten in Purulia
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 11:36 AM IST

Updated : Jan 14, 2024, 11:17 AM IST

যোগীরাজ্যের তিন সাধুকে মারধর গ্রেফতার 12

পুরুলিয়া, 13 জানুয়ারি: এরাজ্যে গঙ্গাসাগর মেলায় এসে গত বৃ্হস্পতিবার হেনস্তার শিকার হন উত্তরপ্রদেশের 3 সাধু ৷ তাঁদের হেনস্তার ঘটনায় শনিবার 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানিয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। ভিন রাজ্যের সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ৷ তাতেই ক্ষিপ্ত হয়ে সাধুদের উপর চড়াও হয় পুরুলিয়া জেলার কাশিপুর থানা এলাকার মানুষ ৷ পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ওই সাধুদের উদ্ধার করে গঙ্গাসাগরের পাঠানোর ব্যবস্থা করেছেন ৷

ঠিক কী ঘটেছিল: বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার গৌরাঙ্গডিতে কয়েকেজন সাধুকে মেয়ে পাচারকারী সন্দেহে হেনস্তার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ যোগীরাজ্যের ওই তিন সাধুকে মারধর করেন গ্রামবাসীরা, এমনই অভিযোগ ওঠে ৷ আরও অভিযোগ ওঠে সাধুরা একটি গাড়িতে করে মেয়েদের পাচার করার চেষ্টা করছিলেন। পালটা সাধুদের দাবি, তাঁরা এমন কিছুই করেননি। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় ভাষা সমস্যার জেরে ওই সাধুদের দেখে কয়েকটি মেয়ে ভয় পেয়ে যায়। ফলশ্রুতিতে স্থানীয় 50-60 জন সাধুদের ঘিরে ফেলে ৷ এরপরই গঙ্গাসাগর যাওয়ার ওই সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ আনা হয় ৷

এদিকে অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় কাশীপুর থনার পুলিশ ৷ সাধুদের উদ্ধার করে থানায় নিয়ে য়ায় ৷ সাধুদের আটকে রাখার ঘটনা এলাকায় চাউর হতেই শুক্রবার থানায় যান পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। সাধুদের থানা থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন আজ, শনিবার তাদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর। টনা প্রসঙ্গেই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, " পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের পালঘরের মতো গণ পিটুনির ছায়া দেখা গিয়েছে ৷ তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারধর করে ৷ আমি গিয়ে উদ্ধার করেছি ৷" সাধুদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি ।

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক
  2. গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
  3. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

যোগীরাজ্যের তিন সাধুকে মারধর গ্রেফতার 12

পুরুলিয়া, 13 জানুয়ারি: এরাজ্যে গঙ্গাসাগর মেলায় এসে গত বৃ্হস্পতিবার হেনস্তার শিকার হন উত্তরপ্রদেশের 3 সাধু ৷ তাঁদের হেনস্তার ঘটনায় শনিবার 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানিয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। ভিন রাজ্যের সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ৷ তাতেই ক্ষিপ্ত হয়ে সাধুদের উপর চড়াও হয় পুরুলিয়া জেলার কাশিপুর থানা এলাকার মানুষ ৷ পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ওই সাধুদের উদ্ধার করে গঙ্গাসাগরের পাঠানোর ব্যবস্থা করেছেন ৷

ঠিক কী ঘটেছিল: বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার গৌরাঙ্গডিতে কয়েকেজন সাধুকে মেয়ে পাচারকারী সন্দেহে হেনস্তার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ যোগীরাজ্যের ওই তিন সাধুকে মারধর করেন গ্রামবাসীরা, এমনই অভিযোগ ওঠে ৷ আরও অভিযোগ ওঠে সাধুরা একটি গাড়িতে করে মেয়েদের পাচার করার চেষ্টা করছিলেন। পালটা সাধুদের দাবি, তাঁরা এমন কিছুই করেননি। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় ভাষা সমস্যার জেরে ওই সাধুদের দেখে কয়েকটি মেয়ে ভয় পেয়ে যায়। ফলশ্রুতিতে স্থানীয় 50-60 জন সাধুদের ঘিরে ফেলে ৷ এরপরই গঙ্গাসাগর যাওয়ার ওই সাধুদের বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ আনা হয় ৷

এদিকে অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় কাশীপুর থনার পুলিশ ৷ সাধুদের উদ্ধার করে থানায় নিয়ে য়ায় ৷ সাধুদের আটকে রাখার ঘটনা এলাকায় চাউর হতেই শুক্রবার থানায় যান পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। সাধুদের থানা থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন আজ, শনিবার তাদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর। টনা প্রসঙ্গেই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, " পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের পালঘরের মতো গণ পিটুনির ছায়া দেখা গিয়েছে ৷ তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারধর করে ৷ আমি গিয়ে উদ্ধার করেছি ৷" সাধুদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি ।

আরও পড়ুন:

  1. পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক
  2. গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
  3. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
Last Updated : Jan 14, 2024, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.