ETV Bharat / state

ছেলেধরা গুজবে আতঙ্ক পুরুলিয়ায়, কান না দেওয়ার বার্তা জেলা পুলিশের - স্থানীয় স্কুলের শিক্ষিকা চন্দ্রাণী পাল

সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিয়ো ৷ ছেলেধরা আতঙ্ক পুরুলিয়ায় ৷ এরইমাঝে জনগণকে সচেতন করতে প্রচারে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ আয়োজন করা হচ্ছে সেমিনারের ৷ পরামর্শ দেওয়া হচ্ছে, যেন গুজবে কান না দেওয়া হয় ৷

ছবি
author img

By

Published : Sep 21, 2019, 6:18 PM IST

Updated : Sep 21, 2019, 7:15 PM IST

পুরুলিয়া, 21 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে আতঙ্ক পুরুলিয়ায় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিয়ো ৷ আতঙ্ক এতটাই যে স্কুল, কলেজ, টিউশানে যেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অনুপস্থিতির হার চোখে পড়ার মতো ৷ শঙ্কিত অভিভাবকরাও ৷ শেষমেশ জনগণকে সচেতন করতে প্রচারে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ আয়োজন করা হচ্ছে সেমিনারের ৷ পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁরা যেন গুজবে কান না দেন ৷

আজ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুরুলিয়া মফঃস্বল থানায় একটি সেমিনারের আয়োজন করে পুলিশ ৷ গুজবে কান না দেওয়ার বার্তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাও বলছেন পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে ৷ এর জেরে আতঙ্কিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ৷ তাঁরা একা বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন ৷ কিন্তু তা আদৌ সত্য নয় ৷ অনেক জায়গায় অপরিচিত ব্যক্তিদের ধরে রাখা হচ্ছে৷ মারধর করা হচ্ছে ৷ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, আদতে তারা ছেলেধরা নয় ৷ আমাদের এবং আশপাশের থানায়ও এনিয়ে কোনও রিপোর্ট পড়েনি ৷ সেটা বোঝাতেই আজ একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বোঝানো হয় ছেলেধরা গুজবে কান দেবেন না ৷ যদি কোনও সমস্যা হয় সরাসরি পুলিশে খবর দেবেন ৷

দেখুন ভিডিয়ো

তবে সেমিনারের পর অনেকটা স্বস্তি পেয়েছে ছাত্রছাত্রীরা ৷ এই বিষয়ে খেয়া মাঝি নামে এক ছাত্রীর কথায়, "খুব ভয় পেয়ে গেছিলাম ৷ বাড়ির লোকজন চিন্তিত ছিল ৷ পাশের বাড়ির লোকজনও খুব ভয় খাইয়ে দিয়েছিল ৷ এদিক ওদিকের নানা ঘটনার কথা বলছিল ৷ ভয়ে মা-বাবাও আমাদের বেরোতে দিচ্ছিল না ৷ সেমিনার থেকে বেরিয়ে বিষয়টি পরিষ্কার হল ৷ বাড়ি গিয়ে অন্যদেরও বলব যে, তারা যেন গুজবে কান না দেয় ৷"

স্থানীয় স্কুলের শিক্ষিকা চন্দ্রাণী পাল বলেন, "কয়েকদিন বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কম ছিল ৷ তবে আমাদের ছাত্র-ছাত্রীরা সচেতন ৷ গুজব ছড়িয়েছে ৷ তার প্রভাবও অল্পবিস্তরও পড়েছে ৷ তবে এই সেমিনারের পর ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা আরও বেড়েছে ৷"

আপাতত অনেকটাই আশ্বস্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরাও ৷ আবার তারা নিশ্চিন্তে স্কুলে যাবে বলে জানিয়েছে ৷

পুরুলিয়া, 21 সেপ্টেম্বর : ছেলেধরা গুজবে আতঙ্ক পুরুলিয়ায় ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিয়ো ৷ আতঙ্ক এতটাই যে স্কুল, কলেজ, টিউশানে যেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অনুপস্থিতির হার চোখে পড়ার মতো ৷ শঙ্কিত অভিভাবকরাও ৷ শেষমেশ জনগণকে সচেতন করতে প্রচারে নেমেছে পুলিশ-প্রশাসন ৷ আয়োজন করা হচ্ছে সেমিনারের ৷ পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁরা যেন গুজবে কান না দেন ৷

আজ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুরুলিয়া মফঃস্বল থানায় একটি সেমিনারের আয়োজন করে পুলিশ ৷ গুজবে কান না দেওয়ার বার্তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথাও বলছেন পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে ৷ এর জেরে আতঙ্কিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা ৷ তাঁরা একা বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন ৷ কিন্তু তা আদৌ সত্য নয় ৷ অনেক জায়গায় অপরিচিত ব্যক্তিদের ধরে রাখা হচ্ছে৷ মারধর করা হচ্ছে ৷ আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, আদতে তারা ছেলেধরা নয় ৷ আমাদের এবং আশপাশের থানায়ও এনিয়ে কোনও রিপোর্ট পড়েনি ৷ সেটা বোঝাতেই আজ একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বোঝানো হয় ছেলেধরা গুজবে কান দেবেন না ৷ যদি কোনও সমস্যা হয় সরাসরি পুলিশে খবর দেবেন ৷

দেখুন ভিডিয়ো

তবে সেমিনারের পর অনেকটা স্বস্তি পেয়েছে ছাত্রছাত্রীরা ৷ এই বিষয়ে খেয়া মাঝি নামে এক ছাত্রীর কথায়, "খুব ভয় পেয়ে গেছিলাম ৷ বাড়ির লোকজন চিন্তিত ছিল ৷ পাশের বাড়ির লোকজনও খুব ভয় খাইয়ে দিয়েছিল ৷ এদিক ওদিকের নানা ঘটনার কথা বলছিল ৷ ভয়ে মা-বাবাও আমাদের বেরোতে দিচ্ছিল না ৷ সেমিনার থেকে বেরিয়ে বিষয়টি পরিষ্কার হল ৷ বাড়ি গিয়ে অন্যদেরও বলব যে, তারা যেন গুজবে কান না দেয় ৷"

স্থানীয় স্কুলের শিক্ষিকা চন্দ্রাণী পাল বলেন, "কয়েকদিন বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কম ছিল ৷ তবে আমাদের ছাত্র-ছাত্রীরা সচেতন ৷ গুজব ছড়িয়েছে ৷ তার প্রভাবও অল্পবিস্তরও পড়েছে ৷ তবে এই সেমিনারের পর ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা আরও বেড়েছে ৷"

আপাতত অনেকটাই আশ্বস্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরাও ৷ আবার তারা নিশ্চিন্তে স্কুলে যাবে বলে জানিয়েছে ৷

Intro:পুরুলিয়া : ছেলেধরা গুজবে আতঙ্ক পুরুলিয়ায় l সোশ্যাল মিডিয়ায় ছেলেধরার গুজবে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও l আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে স্কুল, কলেজে, টিউশনি যেতে ভয় পাচ্ছে ছাত্র ছাত্রীরা l ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কমছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি l আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও l কিন্তু বাস্তবে ছেলেধরা গুজব আদৌ সত্যি নয় তা বোঝাতে প্রচারে নামলো পুরুলিয়া জেলা পুলিশ l শনিবার বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পুরুলিয়া মফস্বল থানায় একটি সেমিনারের আয়োজন করে পুলিশ l এদিনের গুজবে কান না দেওয়ার বার্তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের সাথে জনসংযোগও স্থাপন করে পুলিশ lBody:পুলিশের পক্ষ থেকে জানানো হয়, "সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছেলেধরা গুজবে আতঙ্কিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা l এরফলে একা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন সকলেই l কিন্তু বাস্তবে জেলায় ছেলেধরার আতঙ্ক নেই l সেটা বোঝাতেই এদিন একটি সেমিনারের আয়োজন করা হয় l সেখানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বোঝানো হয় ছেলেধরা গুজবে কান দেবেন না l যদি কোন সমস্যা হয় সরাসরি পুলিশে খবর দেবেন l" Conclusion:স্কুলে ছাত্রীরা জানায়, "ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাড়ির লোকজন স্কুলে যেতে দিত না l এই কয়েকদিনের আমরাও খুব ভয় পেয়েছিলাম l একইসঙ্গে হোয়াটস্যাপ, ফেসবুকে দেখতে পেতাম ছেলেধরা নিয়ে বিভিন্ন পোস্ট l তাই আমরা ভয়ে বাড়ির বাইরে একা বেরোতাম না l কিন্তু আজ জেলা পুলিশের প্রচারে আমরা সচেতন হলাম l এবার আমরাও আমাদের বন্ধু-বান্ধব এবং বাড়ির সদস্যদের কাছে পুলিশের বার্তা তুলে ধরবো l বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, "এই কয়েকদিনে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি খুবই কম রয়েছে l জানলাম যে ছেলেধরার আতঙ্কে কেউ স্কুলে আসছে না l আমরাও ছেলে-মেয়েদের বোঝাতাম যে এটা একটা গুজব l কিন্তু আজ পুলিশের এই সচেতনতা মূলক প্রচার সকলের মনে নাড়া দিয়েছে l ছাত্রীরাও সচেতন হয়েছে l
Last Updated : Sep 21, 2019, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.