মানবাজার (পুরুলিয়া), 6 নভেম্বর : ভাগাড় কাণ্ডের ছায়া এবার পুরুলিয়ায় । সেখানে এক দোকান থেকে মিলল কয়েক কুইন্ট্যআল পচা মাংস । ঘটনাটি মানবাজার এলাকার কৃষক বাজারের । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।
মানবাজারের কৃষক বাজারের মাংস বিক্রেতা নিমাই গড়াই । স্থানীয় BDO-র কাছে গোপন সূত্রে খবর আসে, দীর্ঘদিন ধরে পচা মাংস বিক্রি করছে নিমাই । এরপর গতকাল টিম নিয়ে নিমাইয়ের দোকানে অভিযান চালায় মানবাজারের BDO । দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কুইন্ট্যাল পচা মাংস । এরপর দোকানটিকে সিজ় করে দেন BDO ।
পচা মাংস বিক্রির অভিযোগ ওঠায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি বেগতিক দেখে দোকান থেকে পালিয়ে যায় অভিযুক্ত নিমাই । তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।