ETV Bharat / state

পুরুলিয়ায় দোকানে অভিযান চালিয়ে উদ্ধার পচা মাংস - meat recovered from Purulia

দীর্ঘদিন ধরে পুরুলিয়ার কৃষক বাজারের একটি দোকানে বিক্রি হচ্ছিল পচা মাংস । খবর পেয়ে সেখানে অভিযান চালান BDO । উদ্ধার হয় কয়েক কুইন্ট্যাল পচা মাংস ।

পচা মাংস
author img

By

Published : Nov 6, 2019, 8:39 PM IST

মানবাজার (পুরুলিয়া), 6 নভেম্বর : ভাগাড় কাণ্ডের ছায়া এবার পুরুলিয়ায় । সেখানে এক দোকান থেকে মিলল কয়েক কুইন্ট্যআল পচা মাংস । ঘটনাটি মানবাজার এলাকার কৃষক বাজারের । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

মানবাজারের কৃষক বাজারের মাংস বিক্রেতা নিমাই গড়াই । স্থানীয় BDO-র কাছে গোপন সূত্রে খবর আসে, দীর্ঘদিন ধরে পচা মাংস বিক্রি করছে নিমাই । এরপর গতকাল টিম নিয়ে নিমাইয়ের দোকানে অভিযান চালায় মানবাজারের BDO । দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কুইন্ট্যাল পচা মাংস । এরপর দোকানটিকে সিজ় করে দেন BDO ।

পচা মাংস বিক্রির অভিযোগ ওঠায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি বেগতিক দেখে দোকান থেকে পালিয়ে যায় অভিযুক্ত নিমাই । তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মানবাজার (পুরুলিয়া), 6 নভেম্বর : ভাগাড় কাণ্ডের ছায়া এবার পুরুলিয়ায় । সেখানে এক দোকান থেকে মিলল কয়েক কুইন্ট্যআল পচা মাংস । ঘটনাটি মানবাজার এলাকার কৃষক বাজারের । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ।

মানবাজারের কৃষক বাজারের মাংস বিক্রেতা নিমাই গড়াই । স্থানীয় BDO-র কাছে গোপন সূত্রে খবর আসে, দীর্ঘদিন ধরে পচা মাংস বিক্রি করছে নিমাই । এরপর গতকাল টিম নিয়ে নিমাইয়ের দোকানে অভিযান চালায় মানবাজারের BDO । দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কুইন্ট্যাল পচা মাংস । এরপর দোকানটিকে সিজ় করে দেন BDO ।

পচা মাংস বিক্রির অভিযোগ ওঠায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি বেগতিক দেখে দোকান থেকে পালিয়ে যায় অভিযুক্ত নিমাই । তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:পুরুলিয়া : বিশেষ সূত্রে খবর পেয়ে মাংস বিক্রেতার দোকানে হানা দিয়ে মিললো কয়েক কুইন্ট্যাল পচা মাংস l বিডিও-র হানা দেওয়ার সময়ই সুযোগ বুঝে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত মাংস বিক্রেতা নিমাই গরাই l আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মানবাজার কৃষক বাজারে l ঘটনার পরই বিডিও ওই মাংস দোকানটিকে সিজ করে l পলাতক মাংস বিক্রেতার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ l
Body:অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানবাজার কিষান মান্ডিতে পচা মাংস বিক্রি করতো নিমাই গরাই l অভিযোগের খবর পেয়েই আজ এক বিশেষ টিম নিয়ে ওই কিষান মান্ডিতে হাজির হন মানবাজারের বিডিও l সেখানে গিয়েই তিনি দেখেন দোকানে রাখা হয়েছে কুইন্ট্যাল কুইন্ট্যাল পচা মাংস l সেই সময়ই অভিযুক্ত দোকানদার সুযোগ বুঝে পালিয়ে যায় l ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে শহর জুড়ে l ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ l অভিযুক্তকে গ্রেফতারের দাবি তোলেন তারা l ঘটনার তদন্ত শুরু হয়েছে l Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.