ETV Bharat / state

রূপশ্রী প্রকল্পে নিয়োগ - recruit

ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট , রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পুরুলিয়া জেলা প্রশাসন । নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক । আবেদন করার শেষদিন 21 জুন ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 4, 2019, 10:08 PM IST

পুরুলিয়া, 4 জুন : নিয়োগ বিজ্ঞপ্তি পুরুলিয়া জেলা প্রশাসনের । নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক । আবেদন করার শেষদিন 21 জুন । আবেদনকারীকে পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট , রূপশ্রী প্রকল্পে (মানবাজার মহকুমা ব্যতীত) । নিয়োগ হবে নিম্নলিখিত পদগুলির জন্য ।


অ্যাকাউন্ট্যান্ট :


মোট শূন্যপদ 4 । আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না । তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন ।

  • প্রয়োজনীয় যোগ্যতা : অনার্স সহ বাণিজ্যে স্নাতক । কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা । স্প্রেডশিট, ট্যালি, প্রেজ়েন্টেশন প্যাকেজে কাজের অভিজ্ঞতা । সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন : প্রতিমাসে 15 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।


ডেটাএন্ট্রি অপারেটর :

  • মোট শূন্যপদ 23 । এক্ষেত্রেও আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না ।
  • প্রয়োজনীয় যোগ্যতা : যে কোনও শাখায় স্নাতক । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা থাকতে হবে । প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করায় দক্ষতা প্রয়োজন । এছাড়াও সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
  • বেতন : প্রতিমাসে 11 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।

দুটি পদেই লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে । অ্যাকাউন্ট্যান্ট
পদের জন্য লিখিত পরীক্ষার মান 50, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, পার্সোনালিটি টেস্টের মান 10।

অন্যদিকে , ডেটা এন্ট্রি অপারেটরের জন্য লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। কম্পিউটার টেস্টের মান 50। পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের।

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করা যাবে www.purulia.nic.in - এ। 21 জুন বিকেল সাড়ে 5 টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা । পরীক্ষা ও ফর্ম ফিলাপ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে চোখ রাখতে হবে উপরিউক্ত ওয়েবসাইটে। কোনও প্রয়োজনে প্রার্থীরা 7479015660 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।


ডিসক্লেমার : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

পুরুলিয়া, 4 জুন : নিয়োগ বিজ্ঞপ্তি পুরুলিয়া জেলা প্রশাসনের । নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক । আবেদন করার শেষদিন 21 জুন । আবেদনকারীকে পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে । নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট , রূপশ্রী প্রকল্পে (মানবাজার মহকুমা ব্যতীত) । নিয়োগ হবে নিম্নলিখিত পদগুলির জন্য ।


অ্যাকাউন্ট্যান্ট :


মোট শূন্যপদ 4 । আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না । তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন ।

  • প্রয়োজনীয় যোগ্যতা : অনার্স সহ বাণিজ্যে স্নাতক । কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা । স্প্রেডশিট, ট্যালি, প্রেজ়েন্টেশন প্যাকেজে কাজের অভিজ্ঞতা । সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন : প্রতিমাসে 15 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।


ডেটাএন্ট্রি অপারেটর :

  • মোট শূন্যপদ 23 । এক্ষেত্রেও আবেদনকারীর বয়স 1-1-2019 অবধি 40 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না ।
  • প্রয়োজনীয় যোগ্যতা : যে কোনও শাখায় স্নাতক । MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা থাকতে হবে । প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করায় দক্ষতা প্রয়োজন । এছাড়াও সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
  • বেতন : প্রতিমাসে 11 হাজার টাকা । নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।

দুটি পদেই লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে । অ্যাকাউন্ট্যান্ট
পদের জন্য লিখিত পরীক্ষার মান 50, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, পার্সোনালিটি টেস্টের মান 10।

অন্যদিকে , ডেটা এন্ট্রি অপারেটরের জন্য লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। কম্পিউটার টেস্টের মান 50। পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের।

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করা যাবে www.purulia.nic.in - এ। 21 জুন বিকেল সাড়ে 5 টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা । পরীক্ষা ও ফর্ম ফিলাপ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে চোখ রাখতে হবে উপরিউক্ত ওয়েবসাইটে। কোনও প্রয়োজনে প্রার্থীরা 7479015660 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।


ডিসক্লেমার : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু না । প্রার্থীদের কাছে অনুরোধ, আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।

Intro:নিয়োগ বিজ্ঞপ্তি পুরুলিয়া জেলা প্রশাসনের। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক । আবেদন করার শেষদিন ২১ জুন। আবেদনকারীকে পুরুলিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, রূপশ্রী প্রকল্পে (মানবাজার মহকুমা ব্যতীত)। নিয়োগ হবে নিম্নলিখিত পদগুলির জন্য।
Body:অ্যাকাউন্ট্যান্ট
মোট শূন্যপদ ৪। আবেদনকারীর বয়স ১-১-২০১৯ অবধি ৪০ বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না। তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী ছাড় পাবেন।

প্রয়োজনীয় যোগ্যতা : অনার্স সহ বাণিজ্যে স্নাতক। কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান। MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা। স্প্রেডশিট, ট্যালি, প্রেজ়েন্টেশন প্যাকেজে কাজের অভিজ্ঞতা। সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: প্রতিমাসে ১৫ হাজার টাকা। নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।


ডেটা এন্ট্রি অপারেটর
মোট শূন্যপদ ২৩। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স ১-১-২০১৯ অবধি ৪০ বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না।

প্রয়োজনীয় যোগ্যতা : যে কোনও শাখায় স্নাতক। MS অফিস প্যাকেজে কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করায় দক্ষতা প্রয়োজন। এছাড়াও সরকারি, অ-সরকারি সংস্থায় কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

বেতন: প্রতিমাসে ১১ হাজার টাকা। নিয়োগ হবে বার্ষিক চুক্তির ভিত্তিতে ।


দুটি পদেই লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট্যান্ট
পদের জন্য লিখিত পরীক্ষার মান ৫০, কম্পিউটার টেস্ট হবে ৪০ নম্বরের, পার্সোনালিটি টেস্টের মান ১০। অন্যদিকে , ডেটা এন্ট্রি অপারেটরের জন্য লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। কম্পিউটার টেস্টের মান ৫০। পার্সোনালিটি টেস্ট হবে ১০ নম্বরের।

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন করা যাবে www.purulia.nic.in - এ। ২১ জুন বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা ও ফর্ম ফিলাপ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে চোখ রাখতে হবে উপরিউক্ত ওয়েবসাইটে। কোনও প্রয়োজনে প্রার্থীরা ৭৪৭৯০১৫৬৬০ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Conclusion:ডিসক্লেমার : চাকরি সংক্রান্ত খবরটুকু শুধু দেয় ইটিভি ভারত বাংলা। এর বেশি কিছু না। প্রার্থীদের কাছে অনুরোধ , আবেদন করার আগে নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে খুঁটিয়ে দেখুন ও তা অনুসরণ করুন ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.