পুরুলিয়া, 20 সেপ্টেম্বর: কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে ছোটনাগপুর টোটেমিক কুড়মি-মাহাতো সমাজের ডাকে রেল রোকো ও রাস্তা অবরোধ ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । সেই মতো এদিন সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা রেল শাখার মাঝখানে কুস্তাউর স্টেশন রেল অবরোধে নামল কুড়মি-মাহাতো সমাজের সমর্থকরা ।
হাজার হাজার মানুষ যোগ দেন এই রেল অবরোধ কর্মসূচিতে । সকাল থেকেই ধামসা-মাদল নিয়ে রেললাইনে দাঁড়িয়ে পড়ে মানুষজন । চলে অবরোধ । যার জেরে ব্যাঘাত ঘটে ট্রেন চলাচলে । অন্যদিকে চলে রাস্তা অবরোধও । এদিনের রেল অবরোধ কর্মসূচির জেরে আদ্রা-পুরুলিয়া শাখার উপর বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে । বাতিল হয়েছে আরও কয়েকটি ট্রেন । সমস্যায় পড়ে সাধারণ যাত্রীরা (Rail blockade in Purulia by Kurmi community) ।
আরও পড়ুন: করমপুজোয় পূর্ণাঙ্গ ছুটির দাবি, মালদায় অবরোধ কুড়মি সমাজের
এর আগেও কুড়মিদেরকে এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে একাধিকবার আন্দোলনের পথে নেমেছে এই সম্প্রদায়ের মানুষ । আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের দাবি যতদিন পূরণ না-হচ্ছে এই আন্দোলন ততদিন লাগাতার চলবে তাদের ।