ETV Bharat / state

Radhika Madan New Film: রাধিকা মদন অভিনীত নতুন ছবি 'সানা' - Radhika Madan bags new film

শুধাংশু সারিয়া পরিচালিত' সানা ' ছবিতে অভিনয় করবেন রাধিকা মদন (Radhika Madan New Film)। তিনি একটি অভ্যন্তরীন যুদ্ধের বিরুদ্ধে উচ্চাকাঙ্খী নারীর চরিত্রে অভিনয় করবেন ।

Radhika Madan New Film
রাধিকা মদন অভিনীত নতুন ছবি সানা
author img

By

Published : Mar 3, 2022, 9:39 PM IST

নয়াদিল্লি, 3 মার্চ: রাধিকা মদন তাঁর ঝুলিতে নতুন ছবি যোগ করলেন 'সানা' (Radhika Madan New Film) । শুধাংশু সারিয়া পরিচালিত ছবিটি যা একটি সামাজিক নাটক হিসাবে বিবেচিত হয় । এর আগে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে রাধিকা মদন ও সানি কৌশল অভীনিত রোমান্টিক ছবি 'সিদ্ধত' । কিন্তু সানা ছবিতে অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন।

'সানা' ছবি সম্পর্কে রাধিকা বলেছেন এই ছবির অংশ হতে পেরে খুব উচ্ছাসিত। তিনি আরও বলেন, "একজন অভিনেত্রী হিসাবে সবসময় প্রভাবশলী চরিত্রে অভিনয় করতে চাই যা সব চরিত্রের থেকে পার্থক্য তৈরি করে । সানা এমন একটি চরিত্র যা একজন শক্তিশালী উচ্চাকাঙ্খী মহিলার চরিত্র অনুসরণ করে"। তিনি একজন চিত্তাকর্ষক অভিনেত্রী এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছবির মতাদর্শ গুলি তাঁর চরিত্রকেই প্রতিফলিত করে বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন: বদলে গেল অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তি তারিখ

ফোর লাইন প্রযোজিত সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন সারিয়া । তিনি বলেছেন, "আমি সবসময় উচ্চাবিলাসী সমৃদ্ধ ছবি বার্তা দিতে বিশ্বাসী । আমি সাত বছর ধরে এই ধরনের কাজ করেছি এবং রাধিকা মদন এই রকম একটা নামী চরিত্রে রাজি হওয়ায় আমি বেশি উত্তেজিত হতে পারিনি । ছবিটি একটি শক্তিশালী কথোপকথন শুরু করে এবং আমি আশাবাদী ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে অনুরণিত হবে ৷"

নয়াদিল্লি, 3 মার্চ: রাধিকা মদন তাঁর ঝুলিতে নতুন ছবি যোগ করলেন 'সানা' (Radhika Madan New Film) । শুধাংশু সারিয়া পরিচালিত ছবিটি যা একটি সামাজিক নাটক হিসাবে বিবেচিত হয় । এর আগে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে রাধিকা মদন ও সানি কৌশল অভীনিত রোমান্টিক ছবি 'সিদ্ধত' । কিন্তু সানা ছবিতে অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন।

'সানা' ছবি সম্পর্কে রাধিকা বলেছেন এই ছবির অংশ হতে পেরে খুব উচ্ছাসিত। তিনি আরও বলেন, "একজন অভিনেত্রী হিসাবে সবসময় প্রভাবশলী চরিত্রে অভিনয় করতে চাই যা সব চরিত্রের থেকে পার্থক্য তৈরি করে । সানা এমন একটি চরিত্র যা একজন শক্তিশালী উচ্চাকাঙ্খী মহিলার চরিত্র অনুসরণ করে"। তিনি একজন চিত্তাকর্ষক অভিনেত্রী এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছবির মতাদর্শ গুলি তাঁর চরিত্রকেই প্রতিফলিত করে বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন: বদলে গেল অক্ষয়ের নতুন ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তি তারিখ

ফোর লাইন প্রযোজিত সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন সারিয়া । তিনি বলেছেন, "আমি সবসময় উচ্চাবিলাসী সমৃদ্ধ ছবি বার্তা দিতে বিশ্বাসী । আমি সাত বছর ধরে এই ধরনের কাজ করেছি এবং রাধিকা মদন এই রকম একটা নামী চরিত্রে রাজি হওয়ায় আমি বেশি উত্তেজিত হতে পারিনি । ছবিটি একটি শক্তিশালী কথোপকথন শুরু করে এবং আমি আশাবাদী ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে অনুরণিত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.