ETV Bharat / state

Road Blocked: কর্মীদের কর্মবিরতিতে শিকেয় পৌর পরিষেবা, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ পুরুলিয়া শহরবাসীর - পুরুলিয়া পৌরসভা

কর্মীদের কর্মবিরতি (Road Blocked) চলছে ৷ তাই শিকেয় উঠেছে পৌর পরিষেবা ৷ জঞ্জালের ঢিবি জমেছে রাস্তায় ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন পুরুলিয়া শহরবাসীরা (Purulia News)৷

Road Blocked ETV Bharat
সড়ক অবরোধ
author img

By

Published : Mar 5, 2023, 12:07 PM IST

Updated : Mar 5, 2023, 1:21 PM IST

পুরুলিয়া, 5 মার্চ: অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে ৷ তাই প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে সাফাই হয়নি রাস্তাঘাটের আবর্জনা । ফলে যত্রতত্র আবর্জনার স্তূপ ঢিবি হয়ে রয়েছে ৷ নর্দমা সাফাই না হওয়ায় নর্দমা উপচে নোংরা জল জমে রয়েছে রাস্তায় । পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ জমেছে শহরবাসীর মনে । এরই প্রতিবাদে রবিবার সকালে পুরুলিয়া-জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ (Road Blocked) করলেন পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের নডিহা এলাকায় বাসিন্দারা (Purulia News)।

প্রতিবাদে পথ অবরোধ: এর জেরে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন । পৌরসভার উপর ভরসা না রেখে নিজেরাই নর্দমা পরিষ্কারে হাত লাগান শহরবাসীরা । অবরোধের খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । পুলিশের মধ্যস্থতায় প্রায় 40 মিনিট পর ওঠে পথ অবরোধ ।

কর্মবিরতিতে পৌরসভার অস্থায়ী কর্মীরা: উল্লেখ্য, পুরুলিয়া পৌরসভার খাতে দেখা দিয়েছে অর্থের অভাব । তিন মাস ধরে বেতন বাকি রয়েছে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের । আর তাই বকেয়া বেতন মেটানোর দাবিতে গত বৃহস্পতিবার থেকে লাগাতার 10 দিনেরও বেশি সময় ধরে কর্মবিরতি জারি রয়েছে পৌরসভার অস্থায়ী কর্মীদের । এর জেরে পুরুলিয়া শহরের রাস্তাঘাটে যত্রতত্র জমে রয়েছে জঞ্জাল ৷ নর্দমা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে নাজেহাল শহরবাসী ।

বারবার বৈঠকেও মেলেনি রফাসূত্র: এ বিষয়ে অস্থায়ী কর্মীদের সঙ্গে পুরুলিয়া পৌর কর্তৃপক্ষ বারে বারে বৈঠক করলেও এই কর্মবিরতিতে ইতি টানতে ব্যর্থ পুরুলিয়া পৌরসভা । এই ঘটনায় পৌরসভায় প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে । অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা কবে মিটবে, পুরুলিয়া শহরবাসী জঞ্জালমুক্ত শহর কবে পাবে, সে দিকেই তাকিয়ে সকলে ।

আরও পড়ুন: 12 দফা দাবিতে পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানার, ভোগান্তি জন সাধারণের

আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি: পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঙ্গল প্রামাণিক ও নমিতা কর্মকারের অভিযোগ, "প্রায় 10 দিনের বেশি সময় ধরে আবর্জনা জমে রয়েছে পাড়ায় পাড়ায় । নর্দমা পরিষ্কার হয়নি । দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা থেকে । শরীর খারাপ হতে পারে শিশুদের । পৌর কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি । তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধে সকলে সামিল হয়েছি । এই সমস্যা না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস: যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার উপ-পৌরপ্রধান ময়ূরী নন্দী বলেন, "অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জন্য এই সমস্যা হচ্ছে । আমরা অস্থায়ী কর্মীদের বারে বারে বুঝিয়েছি । আগামী 15 দিনের মধ্যে এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে বলেছি । কিন্তু তবুও অস্থায়ী কর্মীরা কর্মবিরতি থেকে সরে আসছে না । তবুও যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটানো যায় আমরা তার চেষ্টা করব ।"

পুরুলিয়া, 5 মার্চ: অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে ৷ তাই প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে সাফাই হয়নি রাস্তাঘাটের আবর্জনা । ফলে যত্রতত্র আবর্জনার স্তূপ ঢিবি হয়ে রয়েছে ৷ নর্দমা সাফাই না হওয়ায় নর্দমা উপচে নোংরা জল জমে রয়েছে রাস্তায় । পৌর পরিষেবা নিয়ে ক্ষোভ জমেছে শহরবাসীর মনে । এরই প্রতিবাদে রবিবার সকালে পুরুলিয়া-জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ (Road Blocked) করলেন পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের নডিহা এলাকায় বাসিন্দারা (Purulia News)।

প্রতিবাদে পথ অবরোধ: এর জেরে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন । পৌরসভার উপর ভরসা না রেখে নিজেরাই নর্দমা পরিষ্কারে হাত লাগান শহরবাসীরা । অবরোধের খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । পুলিশের মধ্যস্থতায় প্রায় 40 মিনিট পর ওঠে পথ অবরোধ ।

কর্মবিরতিতে পৌরসভার অস্থায়ী কর্মীরা: উল্লেখ্য, পুরুলিয়া পৌরসভার খাতে দেখা দিয়েছে অর্থের অভাব । তিন মাস ধরে বেতন বাকি রয়েছে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীদের । আর তাই বকেয়া বেতন মেটানোর দাবিতে গত বৃহস্পতিবার থেকে লাগাতার 10 দিনেরও বেশি সময় ধরে কর্মবিরতি জারি রয়েছে পৌরসভার অস্থায়ী কর্মীদের । এর জেরে পুরুলিয়া শহরের রাস্তাঘাটে যত্রতত্র জমে রয়েছে জঞ্জাল ৷ নর্দমা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে নাজেহাল শহরবাসী ।

বারবার বৈঠকেও মেলেনি রফাসূত্র: এ বিষয়ে অস্থায়ী কর্মীদের সঙ্গে পুরুলিয়া পৌর কর্তৃপক্ষ বারে বারে বৈঠক করলেও এই কর্মবিরতিতে ইতি টানতে ব্যর্থ পুরুলিয়া পৌরসভা । এই ঘটনায় পৌরসভায় প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে । অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা কবে মিটবে, পুরুলিয়া শহরবাসী জঞ্জালমুক্ত শহর কবে পাবে, সে দিকেই তাকিয়ে সকলে ।

আরও পড়ুন: 12 দফা দাবিতে পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানার, ভোগান্তি জন সাধারণের

আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি: পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঙ্গল প্রামাণিক ও নমিতা কর্মকারের অভিযোগ, "প্রায় 10 দিনের বেশি সময় ধরে আবর্জনা জমে রয়েছে পাড়ায় পাড়ায় । নর্দমা পরিষ্কার হয়নি । দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা থেকে । শরীর খারাপ হতে পারে শিশুদের । পৌর কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি । তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধে সকলে সামিল হয়েছি । এই সমস্যা না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে ।"

দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস: যদিও বিষয়টি নিয়ে পুরুলিয়া পৌরসভার উপ-পৌরপ্রধান ময়ূরী নন্দী বলেন, "অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জন্য এই সমস্যা হচ্ছে । আমরা অস্থায়ী কর্মীদের বারে বারে বুঝিয়েছি । আগামী 15 দিনের মধ্যে এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে বলেছি । কিন্তু তবুও অস্থায়ী কর্মীরা কর্মবিরতি থেকে সরে আসছে না । তবুও যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটানো যায় আমরা তার চেষ্টা করব ।"

Last Updated : Mar 5, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.