ETV Bharat / state

পুরুলিয়ায় অভিযান পুলিশের, উদ্ধার প্রচুর চোলাই - পুরুলিয়া

লকডাউন চলছে । এরই মাঝে রমরমিয়ে চলছি চোলাইয়ের কারবারও । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর চোলাই উদ্ধার করল পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 29, 2020, 11:45 AM IST

পুরুলিয়া, 29 মার্চ : লকডাউনের জেরে বন্ধ মদের দোকান ও হোটেল । তাই রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার l এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ । উদ্ধার হয় প্রচুর চোলাই মদ ।

গতকাল সন্ধে থেকেই অভিযান চালায় ঝালদা থানার পুলিশ l ঝাড়খণ্ড লাগোয়া ওন্দা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার হওয়া চোলাই নষ্ট করা হয় । একইসঙ্গে চোলাই তৈরির সরঞ্জামও নষ্ট করে দেওয়া হয় l আজ সকালেও ইচাগ এলাকায় চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ l তবে এই কারবারের সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি ।

জেলা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ইচাগ এলাকায় অভিযান চালায় পুলিশ । সেখানেই রমরমিয়ে চলছিল চোলাইয়ের কারবার l সন্ধে হলেই বসছিল মদের আসর l এলাকার যুবক থেকে বয়স্করা আড্ডা জমাচ্ছে ওই এলাকায় l আর সেই খবর পেয়েই অভিযান চালানো হয় ।


জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "এই ধরনের অভিযান জেলাজুড়ে লাগাতার চালানো হবে l "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.