ETV Bharat / state

লকডাউনের 15 দিন , নিয়ম না মেনে রাস্তায় ঘুরে ধৃত 19

লকডাউনের মধ্যে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেপ্তর 19 ৷ আটক করা হয়েছে চারটি বাইক ৷

purulia
সচেতন
author img

By

Published : Apr 8, 2020, 6:43 PM IST

পুরুলিয়া, 8 এপ্রিল : লকডাউন জারি করে জমায়েত এড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ অনেক মানুষই সেই নির্দেশকে অগ্রাহ্য করে সাধারণ দিনের মতো বেরিয়ে পড়েছেন ৷ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই দেখা গেছে এই দৃশ্য ৷ বাদ পড়েনি পুরুলিয়া ৷ পুরুলিয়া শহরের রাস্তায় অকারণে ঘুরে বেরানোর অভিযোগে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ । একইসঙ্গে আটক করা হয়েছে চারটি মোটরসাইকেলও ।

purulia
অকারণে ঘোরা লোকদের আটক করছেন পুলিশ ৷

লকডাউনের জেরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না বেশিরভাগ মানুষ । কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষকে অযথাই শহরের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে । বিকেল হলেই বাইক নিয়ে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে কয়েকজন যুবককে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষদের বারবার সচেতনও করা হয়েছে । প্রথম দিকে লাঠিচার্জ করে পুলিশ । এমনকি সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়া জেলা জুড়ে ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে । রাস্তায় নেমে মানুষকে সচেতন করে খোদ পুলিশ সুপার এস সেলভামুরুগান ও অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত । তবুও প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউনের 15 তম দিনে এসেও শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষকে । এবার এইসব মানুষদের চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী পুলিশ । গতকাল বিকেলে এবং আজ সকালে লকডাউনের মধ্যে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ এবং আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, " বারবার সচেতন করার পরেও একশ্রেণির মানুষ কিন্তু আজও সচেতন হয়নি । অকারণে শহরের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াতে এবং অলিতে গলিতে আড্ডা দিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে । এবার এইসব মানুষদের চিহ্নিতকরণ করার কাজ চলছে ৷ 19 জন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়ে গেছেন ৷ আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল । আগামী দিনেও এই অভিযান জারি থাকবে ।"

পুরুলিয়া, 8 এপ্রিল : লকডাউন জারি করে জমায়েত এড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ অনেক মানুষই সেই নির্দেশকে অগ্রাহ্য করে সাধারণ দিনের মতো বেরিয়ে পড়েছেন ৷ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই দেখা গেছে এই দৃশ্য ৷ বাদ পড়েনি পুরুলিয়া ৷ পুরুলিয়া শহরের রাস্তায় অকারণে ঘুরে বেরানোর অভিযোগে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ । একইসঙ্গে আটক করা হয়েছে চারটি মোটরসাইকেলও ।

purulia
অকারণে ঘোরা লোকদের আটক করছেন পুলিশ ৷

লকডাউনের জেরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না বেশিরভাগ মানুষ । কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষকে অযথাই শহরের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে । বিকেল হলেই বাইক নিয়ে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে কয়েকজন যুবককে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষদের বারবার সচেতনও করা হয়েছে । প্রথম দিকে লাঠিচার্জ করে পুলিশ । এমনকি সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়া জেলা জুড়ে ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে । রাস্তায় নেমে মানুষকে সচেতন করে খোদ পুলিশ সুপার এস সেলভামুরুগান ও অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত । তবুও প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউনের 15 তম দিনে এসেও শহরের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সমাজের এক শ্রেণীর মানুষকে । এবার এইসব মানুষদের চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী পুলিশ । গতকাল বিকেলে এবং আজ সকালে লকডাউনের মধ্যে রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ এবং আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, " বারবার সচেতন করার পরেও একশ্রেণির মানুষ কিন্তু আজও সচেতন হয়নি । অকারণে শহরের রাস্তায় বাইক নিয়ে ঘুরে বেড়াতে এবং অলিতে গলিতে আড্ডা দিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে । এবার এইসব মানুষদের চিহ্নিতকরণ করার কাজ চলছে ৷ 19 জন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়ে গেছেন ৷ আটক করা হয়েছে চারটি মোটরসাইকেল । আগামী দিনেও এই অভিযান জারি থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.