ETV Bharat / state

সংকট মেটাতে রক্তদান পুরুলিয়া জেলা পুলিশের

একাধিক জায়গায় দেখা দিয়েছে রক্তের সংকট । তা মেটাতে রক্তদানে করছে পুরুলিয়া জেলার পুলিশ কর্মীরা ।

author img

By

Published : Apr 5, 2020, 7:46 PM IST

purulia police are giving blood for thalasemia patients
জেলায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন পুরুলিয়া জেলা পুলিশের

পুরুলিয়া, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ তার জেরে রক্তের সংকট দেখা দিয়েছে রাজ্যের প্রতিটি হাসপাতালে ৷ তা মেটাতে জেলা পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে উদ্যোগী হল পুরুলিয়া জেলা পুলিশ ৷ পাশাপাশি, গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা ৷

purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা

কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে জমায়েত এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এর জেরে একাধিক রক্তদান শিবিরও বন্ধ হয়েছে ৷ ফলে হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট ৷ মূলত থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েছেন ৷ তাই এই রক্তের সংকট মেটাতে রাজ্য পুলিশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানেই সাড়া দিয়ে পুরুলিয়া জেলা পুলিশের তরফে থানায় থানায় আয়োজিত হচ্ছে রক্তদান শিবির ৷ রক্তদান শেষে প্রত্যেক পুলিশকর্মীকে রাজ্য সরকারের তরফে 1 হাজার টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হচ্ছে ৷

purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা
purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা

পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, " রাজ্যের সমস্ত হাসপাতালে এই সময় রক্তের সমস্যা দেখা দিয়েছে ৷ কারণ জমায়েত এড়াতে বর্তমানে কোনও সংস্থা বা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের ৷ সেই কারণেই পুরুলিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্যেই 100 জনেরও বেশি পুলিশ কর্মী রক্তদান করেছেন ৷ তাঁদের সকলকেই 1 হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হচ্ছে ৷ জেলা পুলিশ সাধ্যমতো গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন ৷ "

পুরুলিয়া, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ তার জেরে রক্তের সংকট দেখা দিয়েছে রাজ্যের প্রতিটি হাসপাতালে ৷ তা মেটাতে জেলা পুলিশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে উদ্যোগী হল পুরুলিয়া জেলা পুলিশ ৷ পাশাপাশি, গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা ৷

purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা

কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে জমায়েত এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এর জেরে একাধিক রক্তদান শিবিরও বন্ধ হয়েছে ৷ ফলে হাসপাতালগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট ৷ মূলত থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েছেন ৷ তাই এই রক্তের সংকট মেটাতে রাজ্য পুলিশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই আহ্বানেই সাড়া দিয়ে পুরুলিয়া জেলা পুলিশের তরফে থানায় থানায় আয়োজিত হচ্ছে রক্তদান শিবির ৷ রক্তদান শেষে প্রত্যেক পুলিশকর্মীকে রাজ্য সরকারের তরফে 1 হাজার টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হচ্ছে ৷

purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা
purulia police are giving blood for thalasemia patients
গ্রামে গ্রামে গিয়ে দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন পুলিশ কর্মীরা

পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, " রাজ্যের সমস্ত হাসপাতালে এই সময় রক্তের সমস্যা দেখা দিয়েছে ৷ কারণ জমায়েত এড়াতে বর্তমানে কোনও সংস্থা বা ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের ৷ সেই কারণেই পুরুলিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ৷ ইতিমধ্যেই 100 জনেরও বেশি পুলিশ কর্মী রক্তদান করেছেন ৷ তাঁদের সকলকেই 1 হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হচ্ছে ৷ জেলা পুলিশ সাধ্যমতো গ্রামে গ্রামে গিয়ে দরিদ্রদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিচ্ছেন ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.