পুরুলিয়া, 27 মার্চ : দুই সন্তান ও স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির (Purulia Man tries to kill Himself after Murdering his Family) ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামে ৷
পেশায় ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা গৌতম মাহাতো নামে ওই ব্যক্তি বর্তমানে কাশীপুর কল্লোলী গ্রামীণ হাসপাতালে ভর্তি ৷ বাকি তিনজনের দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
মৃত গৃহবধূর বাবা নেপালচন্দ্র মাহাতো বলেন, "রাতে জামাই আমার সঙ্গে ভালভাবেই কথা বলল ৷ তখন কথা বলে তো বুঝতে পারিনি এমন ঘটনা ঘটাবে ৷ তারপর ওদের মধ্যে কোনও অশান্তি বা ঝামেলা হয়েছে কি না বলতে পারব না ৷ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আমার মেয়ে ও নাতি-নাতনিকে খুন করেছে ৷ ওর ফাঁসি হোক এটাই আমি চাই ৷"
এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান বলেন, "অভিযুক্ত গৌতম মাহাতো নিজেই থানায় ফোন করে জানায় যে সে স্ত্রী ও দুই সন্তানকে খুন করেছে । তারপর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে গৌতম মাহাতো এবং স্ত্রী ও দুই সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । এরপরই গৌতম মাহাতোকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।"
আরও পড়ুন : Tribal Death in Purulia : পুরুলিয়ার আদিবাসী যুবকের রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন সুজনের