পুরুলিয়া , 12 জুন : তাঁরাও ধর্মঘটে সামিল । জানাচ্ছেন প্রতিবাদও । কিন্তু রোগীদের কথাটা একটি বারের জন্য উপেক্ষা করেননি তাঁরা ।
আরও পড়ুন দ্রুত সুস্থ হোক "ঘরের ছেলে" পরিবহ, প্রার্থনা ডোমজুড়ের বাড়িতে-বাড়িতে
গোটা রাজ্যে যখন চিকিৎসা পরিষেবা স্তব্ধ তখন এক অনন্য নজির পুরুলিয়া মেডিকেল কলেজের । মাত্র 1 ঘণ্টার প্রতীকী ধর্মঘটে গেলেন চিকিৎসকরা ।
আরও পড়ুন "ডাক্তার নয়, আমাদের মানুষ হিসেবেও ভেবে দেখুন"
তখন ঘড়িতে সকাল সাড়ে দশটা । বন্ধ হয়ে গেল সব পরিষেবা । ঠিক 1 ঘণ্টা পর । সকাল সাড়ে 11 টা । ধর্মঘট তুলে নিলেন চিকিৎসকরা । আর পাঁচ দিনের মত শুরু হল পরিষেবা । চিকিৎসকদের এহেন পদক্ষেপে অভিভূত রোগীর পরিবার-পরিজনরা । হাসি মুখে চিকিৎসকদের স্বাগত জানালেন তাঁরা ।
আরও পড়ুন "আমাদের দু'জনকে তখন ঘিরে ফেলেছে জনা 15 উন্মত্ত জনতা"
কিন্তু 1 ঘণ্টা ধর্মঘট কেন ? রোগীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চিকিৎসদের সংগঠন IMA-র পুরুলিয়া জেলা শাখা । সংগঠনের তরফে মনোজিৎ মন্ডল বলেন, " NRS হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণের তীব্র ধিক্কার জানিয়ে এই ধর্মঘট । কিন্তু রোগীদের অসুবিধার কথা মাথায় রাখতে হয়েছে । তাই এক ঘন্টার জন্য প্রতীকী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় । "