ETV Bharat / state

পুরুলিয়া সদর হাসপাতালে যত্রতত্র পড়ে আবর্জনা, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা - Purulia sadar hospiatl

হাসপাতাল চত্বর যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই স্বাভাবিক । কিন্তু একেবারেই উলটো ছবি ধরা পড়েছে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে । যত্রতত্র পড়ে রয়েছে নোংরা-আবর্জনা । দীর্ঘদিন ধরেই জমছে আবর্জনার স্তূপ । বেড়েছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ।

aa
ময়লা
author img

By

Published : Aug 31, 2020, 10:47 AM IST

পুরুলিয়া, 30 অগাস্ট : হাসপাতাল চত্বর । কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই । জমেছে আবর্জনার স্তূপ । এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা । যত্রতত্র পড়ে রয়েছে বায়ো মেডিকেল ওয়েস্টের নীল-লাল-কালো ব্যাগ । আর তা থেকেই বেরিয়ে পড়ছে হাসপাতালের নানা বর্জ্য পদার্থ । ঘুরে বেড়াচ্ছে কুকুর, গবাদি পশু । তার উপর আবার বৃষ্টির জল ভ্যাটের মধ্যে জমে ছড়াচ্ছে দুর্গন্ধ । ছবিটা পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের ।



পুরুলিয়া জেলার একমাত্র সদর হাসপাতালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও একাধিক রোগী চিকিৎসার জন্য আসেন । পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালে সম্প্রতি খোলা হয়েছে কোরোনা ইউনিট । দিনে কয়েক হাজার রোগীর আনাগোনা লেগেই রয়েছে হাসপাতাল চত্বরে । অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা তথৈবচ । প্রত্যেকেরই অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কারণেই ছড়াচ্ছে দূষণ । কোরোনা ইউনিটে ব্যবহৃত জিনিস আলাদা করে ফেলার ব্যবস্থা না করে যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে । তৈরি হচ্ছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা । দীর্ঘদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ।

বেহাল অবস্থার কথা মেনে নিচ্ছেন হাসপাতাল সুপারও
পুরুলিয়া সদর হাসপাতালের সুপার সুকমল বিষয়ি খোদ এই অবস্থার কথা মেনে নিয়েছেন । তিনি বলেন, "হাসপাতালের আবর্জনা পরিষ্কার নিয়মিত হচ্ছে না । হাসপাতাল চত্বরে গবাদি পশু ও কুকুর ঢুকে বর্জ্য পদার্থ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে । নিয়মিত ভ্যাট সাফাই না হওয়ায় এই সমস্যা হচ্ছে । আগে যে ভ্যাটটি তৈরি হয়েছিল সেটি নিচু থাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে যায় । ফলে সেই ভ্যাটে আবর্জনা ফেলা যায় না । ভ্যাটের বাইরেই আবর্জনা ফেলে দেওয়ায় এই সমস্যা তৈরি হচ্ছে । তবে হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবরকম ব্যবস্থা চলছে । এই বিষয়ে পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও হয়েছে । হাসপাতালের ভ্যাটটি নতুন করে সংস্কার করা হবে শীঘ্রই ।"

পুরুলিয়া, 30 অগাস্ট : হাসপাতাল চত্বর । কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই । জমেছে আবর্জনার স্তূপ । এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা । যত্রতত্র পড়ে রয়েছে বায়ো মেডিকেল ওয়েস্টের নীল-লাল-কালো ব্যাগ । আর তা থেকেই বেরিয়ে পড়ছে হাসপাতালের নানা বর্জ্য পদার্থ । ঘুরে বেড়াচ্ছে কুকুর, গবাদি পশু । তার উপর আবার বৃষ্টির জল ভ্যাটের মধ্যে জমে ছড়াচ্ছে দুর্গন্ধ । ছবিটা পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের ।



পুরুলিয়া জেলার একমাত্র সদর হাসপাতালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও একাধিক রোগী চিকিৎসার জন্য আসেন । পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালে সম্প্রতি খোলা হয়েছে কোরোনা ইউনিট । দিনে কয়েক হাজার রোগীর আনাগোনা লেগেই রয়েছে হাসপাতাল চত্বরে । অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা তথৈবচ । প্রত্যেকেরই অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কারণেই ছড়াচ্ছে দূষণ । কোরোনা ইউনিটে ব্যবহৃত জিনিস আলাদা করে ফেলার ব্যবস্থা না করে যেখানে সেখানে ফেলে দেওয়া হচ্ছে । তৈরি হচ্ছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা । দীর্ঘদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ।

বেহাল অবস্থার কথা মেনে নিচ্ছেন হাসপাতাল সুপারও
পুরুলিয়া সদর হাসপাতালের সুপার সুকমল বিষয়ি খোদ এই অবস্থার কথা মেনে নিয়েছেন । তিনি বলেন, "হাসপাতালের আবর্জনা পরিষ্কার নিয়মিত হচ্ছে না । হাসপাতাল চত্বরে গবাদি পশু ও কুকুর ঢুকে বর্জ্য পদার্থ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে । নিয়মিত ভ্যাট সাফাই না হওয়ায় এই সমস্যা হচ্ছে । আগে যে ভ্যাটটি তৈরি হয়েছিল সেটি নিচু থাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে যায় । ফলে সেই ভ্যাটে আবর্জনা ফেলা যায় না । ভ্যাটের বাইরেই আবর্জনা ফেলে দেওয়ায় এই সমস্যা তৈরি হচ্ছে । তবে হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবরকম ব্যবস্থা চলছে । এই বিষয়ে পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও হয়েছে । হাসপাতালের ভ্যাটটি নতুন করে সংস্কার করা হবে শীঘ্রই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.