ETV Bharat / state

পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের সাহায্য জেলা তৃণমূলের

পুরুলিয়া জেলার বহু শ্রমিক বছরের বিভিন্ন সময় ভিন রাজ্যে কাজে যান l কিন্তু লকডাউন জারি হওয়ায় সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা l  তাঁরা জেলায় ফিরতে শুরু করেছেন l  জেলায় ফিরে আসার ক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে l  কোনও শ্রমিক হেঁটে, সাইকেলে বা লরিতে জেলায় ফিরেছেন ।  অনেকেই বিশেষ ট্রেনে জেলায় ফিরছেন l কারও জেলায় প্রবেশের অনুমতি থাকছে, আবার কারও থাকছে না l কোনও শ্রমিকের পুরুলিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় সেইদিকেই লক্ষ্য রাখা হবে । তার জন্য সীমান্ত লাগোয়া এলাকায় ক্যাম্প শুরু করেছে পুরুলিয়া জেলা তৃণমূল l

purulia
purulia
author img

By

Published : May 31, 2020, 2:20 PM IST

পুরুলিয়া, 31মে : পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলা তৃণমূল । জেলার পরিযায়ী শ্রমিকরা ফেরার পর তাঁদের সবরকভাবে সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূল সদস্যরা । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর জন্য সীমান্ত এলাকাগুলিতে ক্যাম্প শুরু করল পুরুলিয়া জেলা তৃণমূল l

তুলিন সীমান্ত, কাঁঠালটাড় সীমান্ত এবং বলরামপুর ব্লকের দাঁতিয়া এলাকায় তিনটি ক্যাম্প করে পুরুলিয়ায় ফেরত আসা শ্রমিকদের সহযোগিতা করে চলেছেন তৃণমূলের নেতাকর্মীরা l একইসঙ্গে শ্রমিকদের শুকনো খাবার এবং জল দিয়ে সাহায্য করছেন তাঁরা l

পুরুলিয়া জেলার বহু শ্রমিক বছরের বিভিন্ন সময় ভিন রাজ্যে কাজে যান l কিন্তু লকডাউন জারি হওয়ায় সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা l তাঁরা জেলায় ফিরতে শুরু করেছেন l জেলায় ফিরে আসার ক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে l কোনও শ্রমিক হেঁটে, সাইকেলে বা লরিতে জেলায় ফিরেছেন । অনেকেই বিশেষ ট্রেনে জেলায় ফিরছেন l কারও জেলায় প্রবেশের অনুমতি থাকছে, আবার কারও থাকছে না l কোনও শ্রমিকের পুরুলিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় সেইদিকেই লক্ষ্য রাখা হবে । তার জন্য সীমান্ত লাগোয়া এলাকায় ক্যাম্প শুরু করেছে পুরুলিয়া জেলা তৃণমূল l

জেলা তৃণমূল নেতা নবেন্দু মাহালী বলেন, "পুরুলিয়া জেলার বহু শ্রমিক লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন l ধীরে ধীরে তাঁরা জেলায় ফিরছেন l ফেরার সময় তাঁদের কোনও অসুবিধা না হয় তার জন্য সীমান্ত এলাকাগুলিতে তৃণমূলের নেতাকর্মীরা সহযোগিতা করছেন l শ্রমিকদের শুকনো খাবার এবং জল দিয়েও সহযোগিতা করছেন l এমনকী যাঁরা হেঁটে বাড়ি ফিরছেন তাঁদের জন্য গাড়িতে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন তৃণমূল কর্মীরা l সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সংযোগও তৈরি করছেন তাঁরা l ভিন রাজ্য ফেরা অনেকের কাছে জেলায় প্রবেশের বৈধ অনুমতি না থাকায় সীমান্ত এলাকার পুলিশের ভয়ে তাঁরা জেলায় ফিরতে পারছেন না l সেই সমস্ত পরিযায়ী শ্রমিক তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন l পুলিশ প্রশাসনের কাছে তাঁদের জেলায় ফেরার আবেদন জানিয়ে তাঁদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছেন তৃণমূল কর্মীরা l"

পুরুলিয়া, 31মে : পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলা তৃণমূল । জেলার পরিযায়ী শ্রমিকরা ফেরার পর তাঁদের সবরকভাবে সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূল সদস্যরা । পাশাপাশি জনসংযোগ বাড়ানোর জন্য সীমান্ত এলাকাগুলিতে ক্যাম্প শুরু করল পুরুলিয়া জেলা তৃণমূল l

তুলিন সীমান্ত, কাঁঠালটাড় সীমান্ত এবং বলরামপুর ব্লকের দাঁতিয়া এলাকায় তিনটি ক্যাম্প করে পুরুলিয়ায় ফেরত আসা শ্রমিকদের সহযোগিতা করে চলেছেন তৃণমূলের নেতাকর্মীরা l একইসঙ্গে শ্রমিকদের শুকনো খাবার এবং জল দিয়ে সাহায্য করছেন তাঁরা l

পুরুলিয়া জেলার বহু শ্রমিক বছরের বিভিন্ন সময় ভিন রাজ্যে কাজে যান l কিন্তু লকডাউন জারি হওয়ায় সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা l তাঁরা জেলায় ফিরতে শুরু করেছেন l জেলায় ফিরে আসার ক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে l কোনও শ্রমিক হেঁটে, সাইকেলে বা লরিতে জেলায় ফিরেছেন । অনেকেই বিশেষ ট্রেনে জেলায় ফিরছেন l কারও জেলায় প্রবেশের অনুমতি থাকছে, আবার কারও থাকছে না l কোনও শ্রমিকের পুরুলিয়া জেলায় প্রবেশের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় সেইদিকেই লক্ষ্য রাখা হবে । তার জন্য সীমান্ত লাগোয়া এলাকায় ক্যাম্প শুরু করেছে পুরুলিয়া জেলা তৃণমূল l

জেলা তৃণমূল নেতা নবেন্দু মাহালী বলেন, "পুরুলিয়া জেলার বহু শ্রমিক লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন l ধীরে ধীরে তাঁরা জেলায় ফিরছেন l ফেরার সময় তাঁদের কোনও অসুবিধা না হয় তার জন্য সীমান্ত এলাকাগুলিতে তৃণমূলের নেতাকর্মীরা সহযোগিতা করছেন l শ্রমিকদের শুকনো খাবার এবং জল দিয়েও সহযোগিতা করছেন l এমনকী যাঁরা হেঁটে বাড়ি ফিরছেন তাঁদের জন্য গাড়িতে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন তৃণমূল কর্মীরা l সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সংযোগও তৈরি করছেন তাঁরা l ভিন রাজ্য ফেরা অনেকের কাছে জেলায় প্রবেশের বৈধ অনুমতি না থাকায় সীমান্ত এলাকার পুলিশের ভয়ে তাঁরা জেলায় ফিরতে পারছেন না l সেই সমস্ত পরিযায়ী শ্রমিক তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন l পুলিশ প্রশাসনের কাছে তাঁদের জেলায় ফেরার আবেদন জানিয়ে তাঁদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছেন তৃণমূল কর্মীরা l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.