ETV Bharat / state

লকডাউনে মাওবাদী হানা রুখতে সীমান্তে নজরদারি পুলিশের - Lockdown

লকডাউনে যাতে কোনওভাবেই জেলায় মাওবাদী হামলা না করতে পারে তাই বিশেষ পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ ৷ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় শুরু হল নাকা চেকিং ৷

লকডাউনে মাওবাদী হানা রুখতে সীমান্তে নজরদারি পুলিশের
লকডাউনে মাওবাদী হানা রুখতে সীমান্তে নজরদারি পুলিশের
author img

By

Published : Apr 8, 2020, 7:14 PM IST

পুরুলিয়া, 8 এপ্রিল : একটা সময় মাওবাদীদের ঘাঁটি ছিল জঙ্গলমহলের পুরুলিয়া ৷ ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় মাওবাদীদের উপদ্রব বেড়েই চলেছিল ৷ রাজ্য সরকারের পালা বদলের পর মাওবাদীদের উপদ্রব পুরুলিয়াতে আর নেই ৷ কিন্তু আতঙ্ক আজও পিছু ছাড়েনি পুরুলিয়াবাসীর মনে ৷ বর্তমানে গোটা বিশ্ব কোরোনা মোকাবিলায় ব্যস্ত ৷ দেশজুড়ে চলছে লক ডাউন ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে না সাধারণ মানুষ ৷ পুলিশ প্রশাসনও এখন ব্যস্ত সাধারণ মানুষকে সচেতন করতে ৷ প্রশাসনের এই ব্যস্ততাকে হাতিয়ার করে ফের হানা দিতে পারে মাওবাদীরা ৷ তাই এবার কোরোনা মোকাবিলার পাশাপাশি লকডাউনের মধ্যেও মাওবাদী হানা রুখতে আগেভাগেই পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ ৷

যাতে কোনওভাবেই জেলায় মাওবাদীরা না ঢুকতে পারে তাই শুরু হয়েছে নজরদারি ৷ ঝাড়খণ্ড সীমান্ত এলাকাগুলিতে নজর রাখা হচ্ছে সব সময় ৷ বন্ধ করে দেওয়া হয়েছে পুরুলিয়ার 540 কিলোমিটারের সীমানা ৷ 26টি বর্ডার পয়েন্টে চলছে নাকা চেকিং ৷ সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

রাস্তায় বাইক দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ
রাস্তায় বাইক দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "পুরুলিয়া জেলার 540 কিলোমিটার সীমান্ত এলাকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মোট 26টি বর্ডার পয়েন্টে 24 ঘণ্টা নাকা চেকিং চলছে ৷ ঝাড়খণ্ড থেকে এবং বাঁকুড়া-ঝাড়গ্রাম থেকে আসা-যাওয়া একেবারেই বন্ধ রয়েছে ৷ সীমান্ত এলাকাগুলিতে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশকর্মী ৷" এছাড়াও তিনি বলেন, "লকডাউনে মাওবাদী হানা রুখতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ মাওবাদি অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে ৷ ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া মাওবাদী অধুষ্যিত এলাকায় সিভিক ভলান্টিয়র, গ্রামীণ পুলিশ এবং জুনিয়র কনস্টেবলদের মোতায়েন করা হয়েছে ৷ বাইরে থেকে কেউ এই গ্রামগুলিতে এলে কিংবা গ্রাম থেকে বের হলে নজরদারি চালাচ্ছে পুলিশের বিশেষ দল ৷ একইসঙ্গে তারা গ্রামের মানুষকেও সচেতন করছে l"

পুরুলিয়া, 8 এপ্রিল : একটা সময় মাওবাদীদের ঘাঁটি ছিল জঙ্গলমহলের পুরুলিয়া ৷ ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় মাওবাদীদের উপদ্রব বেড়েই চলেছিল ৷ রাজ্য সরকারের পালা বদলের পর মাওবাদীদের উপদ্রব পুরুলিয়াতে আর নেই ৷ কিন্তু আতঙ্ক আজও পিছু ছাড়েনি পুরুলিয়াবাসীর মনে ৷ বর্তমানে গোটা বিশ্ব কোরোনা মোকাবিলায় ব্যস্ত ৷ দেশজুড়ে চলছে লক ডাউন ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে না সাধারণ মানুষ ৷ পুলিশ প্রশাসনও এখন ব্যস্ত সাধারণ মানুষকে সচেতন করতে ৷ প্রশাসনের এই ব্যস্ততাকে হাতিয়ার করে ফের হানা দিতে পারে মাওবাদীরা ৷ তাই এবার কোরোনা মোকাবিলার পাশাপাশি লকডাউনের মধ্যেও মাওবাদী হানা রুখতে আগেভাগেই পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ ৷

যাতে কোনওভাবেই জেলায় মাওবাদীরা না ঢুকতে পারে তাই শুরু হয়েছে নজরদারি ৷ ঝাড়খণ্ড সীমান্ত এলাকাগুলিতে নজর রাখা হচ্ছে সব সময় ৷ বন্ধ করে দেওয়া হয়েছে পুরুলিয়ার 540 কিলোমিটারের সীমানা ৷ 26টি বর্ডার পয়েন্টে চলছে নাকা চেকিং ৷ সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷

রাস্তায় বাইক দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ
রাস্তায় বাইক দাঁড় করিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "পুরুলিয়া জেলার 540 কিলোমিটার সীমান্ত এলাকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মোট 26টি বর্ডার পয়েন্টে 24 ঘণ্টা নাকা চেকিং চলছে ৷ ঝাড়খণ্ড থেকে এবং বাঁকুড়া-ঝাড়গ্রাম থেকে আসা-যাওয়া একেবারেই বন্ধ রয়েছে ৷ সীমান্ত এলাকাগুলিতে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশকর্মী ৷" এছাড়াও তিনি বলেন, "লকডাউনে মাওবাদী হানা রুখতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ মাওবাদি অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে ৷ ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া মাওবাদী অধুষ্যিত এলাকায় সিভিক ভলান্টিয়র, গ্রামীণ পুলিশ এবং জুনিয়র কনস্টেবলদের মোতায়েন করা হয়েছে ৷ বাইরে থেকে কেউ এই গ্রামগুলিতে এলে কিংবা গ্রাম থেকে বের হলে নজরদারি চালাচ্ছে পুলিশের বিশেষ দল ৷ একইসঙ্গে তারা গ্রামের মানুষকেও সচেতন করছে l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.