ETV Bharat / state

Jhalda Councillor Murder : ঝালদায় কাউন্সিলর খুনে সাব ইন্সপেক্টর-সহ 5 পুলিশকর্মী 'ক্লোজ' - purulia district police closed 5 policeman in jhalda congress councillor murder case

ঝালদার কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু আরও রহস্যজনক হয়ে উঠছে ৷ 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে জেলা পুলিশ ৷ এবার ওই ঘটনায় ক্লোজ করা হল এক সাব ইন্সপেক্টর-সহ 5 পুলিশকর্মীকে (Jhalda Congress Councillor Murder case) ।

Jhalda Congress Councillor
কংগ্রেস কাউন্সিলর খুনে সাসপেন্ড সাব ইন্সপেক্টর-সহ 5 পুলিশকর্মী
author img

By

Published : Mar 20, 2022, 9:15 PM IST

Updated : Mar 20, 2022, 11:04 PM IST

ঝালদা, 20 মার্চ : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে নয়া মোড় ৷ এক সাব-ইন্সপেক্টর ও 4 জন পুলিশকর্মীকে ক্লোজ করল পুরুলিয়া জেলা পুলিশ । ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় একটার পর একটা অডিয়ো ভাইরাল হাওয়ায় বেকায়দায় পড়েছিল পুরুলিয়া জেলা পুলিশ । কারণ এই অডিয়োতেও নাম জড়িয়েছে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষেরও ।

'ক্লোজ' হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন 1 জন মহিলা সাব-ইন্সপেক্টর, 2 জন কনস্টেবল ও 1 জন এনভিএফ ও 1 জন স্পেশাল হোমগার্ড । গুলিকাণ্ডের সময় এই 5 জন পুলিশ কিছু দূরে নাকা পয়েন্টে ডিউটি করছিল বলে খবর । কর্তব্যে গাফিলতির জন্য তাঁদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ঝালদা খুনে ফের ভাইরাল অডিয়ো, আরও অস্বস্তিতে জেলা পুলিশ

সদ্য পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো ৷ জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু । পৌরবোর্ড গঠিত হওয়ার আগেই 13 মার্চ, রবিবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর । রাজনৈতিক কারণে এই খুন, তা অনুমান করে নিহতের দাদা নরেন কান্দু ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ঝালদা থানার পুলিশ ৷ জেরায় দীপক কান্দুর বয়ানে সন্দেহ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

পাশাপাশি এই ঘটনায় 6 জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ । একইসঙ্গে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ । প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জড়িত দুষ্কৃতীর স্কেচ প্রকাশ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্তের সন্ধান দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান । তারপরেই এদিন পুলিশকর্মীদের ক্লোজ করল জেলা পুলিশ ৷

ঝালদা, 20 মার্চ : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে নয়া মোড় ৷ এক সাব-ইন্সপেক্টর ও 4 জন পুলিশকর্মীকে ক্লোজ করল পুরুলিয়া জেলা পুলিশ । ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় একটার পর একটা অডিয়ো ভাইরাল হাওয়ায় বেকায়দায় পড়েছিল পুরুলিয়া জেলা পুলিশ । কারণ এই অডিয়োতেও নাম জড়িয়েছে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষেরও ।

'ক্লোজ' হওয়া পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন 1 জন মহিলা সাব-ইন্সপেক্টর, 2 জন কনস্টেবল ও 1 জন এনভিএফ ও 1 জন স্পেশাল হোমগার্ড । গুলিকাণ্ডের সময় এই 5 জন পুলিশ কিছু দূরে নাকা পয়েন্টে ডিউটি করছিল বলে খবর । কর্তব্যে গাফিলতির জন্য তাঁদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ঝালদা খুনে ফের ভাইরাল অডিয়ো, আরও অস্বস্তিতে জেলা পুলিশ

সদ্য পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো ৷ জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু । পৌরবোর্ড গঠিত হওয়ার আগেই 13 মার্চ, রবিবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর । রাজনৈতিক কারণে এই খুন, তা অনুমান করে নিহতের দাদা নরেন কান্দু ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ঝালদা থানার পুলিশ ৷ জেরায় দীপক কান্দুর বয়ানে সন্দেহ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

পাশাপাশি এই ঘটনায় 6 জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ । একইসঙ্গে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ । প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জড়িত দুষ্কৃতীর স্কেচ প্রকাশ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্তের সন্ধান দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান । তারপরেই এদিন পুলিশকর্মীদের ক্লোজ করল জেলা পুলিশ ৷

Last Updated : Mar 20, 2022, 11:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.