ETV Bharat / state

লাদাখে সংঘর্ষ নিয়ে তথ্যের দাবি জানিয়ে পুরুলিয়ায় অবস্থান বিক্ষোভ কংগ্রেসের - India China clash 2020

চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি জানাল পুরুলিয়া জেলা কংগ্রেস । আজ গান্ধিমূর্তির পাদদেশে তাঁরা কেন্দ্রের প্রতি বিরোধিতা জানিয়ে এক ঘণ্টার অবস্থান বিক্ষোভ করেন ।

cong
cong
author img

By

Published : Jun 26, 2020, 4:28 PM IST

পুরুলিয়া, 26 জুন : চিনের সঙ্গে ভারতীয় সেনাদের যুদ্ধের কারণ ও বিবরণের স্বচ্ছ ও সঠিক তথ্য প্রকাশ্যে আনার দাবি জানাল জেলা কংগ্রেস । কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করল l আজ পুরুলিয়া শহরের সাহেব বাঁধ রোডে গান্ধিমূর্তির পাদদেশে এক ঘন্টার অবস্থান বিক্ষোভ হয় । সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার কংগ্রেস নেতা এবং কর্মী-সমর্থকরা l

অবস্থান শুরুর আগে লাদাখে শহিদ 20 জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 20 টি মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয় l পাশাপাশি গান্ধি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা l উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতাকর্মীরা l

জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "লাদাখে 20 জন জওয়ান শহিদ হয়েছেন । তাঁদের স্মরণ করে গোটা দেশের সঙ্গে আজ পুরুলিয়া জেলাতেও কংগ্রেসের তরফে তাঁদের শ্রদ্ধা জানানো হয় । আমরা নীরবতা পালন করি । এবং 20টি মোমবাতি জ্বালাই । চিনা সেনাদের সঙ্গে ভারতীয় জওয়ানদের সংঘর্ষের বিষয়টি কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে l কেন্দ্রীয় সরকার এই ঘটনার যে বিবরণ দিচ্ছে তার স্বচ্ছতা নিয়ে সংশয় রয়েছে l আমাদের দাবি, লাদাখে চিন-ভারত সংঘর্ষের কারণ জানাক কেন্দ্রীয় সরকার । বর্তমান পরিস্থিতির সঠিক বিবরণ । স্বচ্ছ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরুক কেন্দ্রীয় সরকার l এরই দাবিতে গোটা দেশের সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে l"

নিজেদের দাবি লেখা পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা । কোরোনা আবহে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরেই প্রত্যেক নেতা-কর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । প্রায় এক ঘণ্টা তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলে ।

প্রসঙ্গত, লাদাখে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতীয় সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আগেও আক্রমণ করেছে কংগ্রেস । সীমান্ত পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য জানানোর দাবি উঠেছে কংগ্রেসের তরফে ।

পুরুলিয়া, 26 জুন : চিনের সঙ্গে ভারতীয় সেনাদের যুদ্ধের কারণ ও বিবরণের স্বচ্ছ ও সঠিক তথ্য প্রকাশ্যে আনার দাবি জানাল জেলা কংগ্রেস । কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করল l আজ পুরুলিয়া শহরের সাহেব বাঁধ রোডে গান্ধিমূর্তির পাদদেশে এক ঘন্টার অবস্থান বিক্ষোভ হয় । সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন জেলার কংগ্রেস নেতা এবং কর্মী-সমর্থকরা l

অবস্থান শুরুর আগে লাদাখে শহিদ 20 জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 20 টি মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করা হয় l পাশাপাশি গান্ধি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা l উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত, সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতাকর্মীরা l

জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাত বলেন, "লাদাখে 20 জন জওয়ান শহিদ হয়েছেন । তাঁদের স্মরণ করে গোটা দেশের সঙ্গে আজ পুরুলিয়া জেলাতেও কংগ্রেসের তরফে তাঁদের শ্রদ্ধা জানানো হয় । আমরা নীরবতা পালন করি । এবং 20টি মোমবাতি জ্বালাই । চিনা সেনাদের সঙ্গে ভারতীয় জওয়ানদের সংঘর্ষের বিষয়টি কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে l কেন্দ্রীয় সরকার এই ঘটনার যে বিবরণ দিচ্ছে তার স্বচ্ছতা নিয়ে সংশয় রয়েছে l আমাদের দাবি, লাদাখে চিন-ভারত সংঘর্ষের কারণ জানাক কেন্দ্রীয় সরকার । বর্তমান পরিস্থিতির সঠিক বিবরণ । স্বচ্ছ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরুক কেন্দ্রীয় সরকার l এরই দাবিতে গোটা দেশের সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে l"

নিজেদের দাবি লেখা পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা । কোরোনা আবহে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরেই প্রত্যেক নেতা-কর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । প্রায় এক ঘণ্টা তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলে ।

প্রসঙ্গত, লাদাখে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতীয় সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আগেও আক্রমণ করেছে কংগ্রেস । সীমান্ত পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য জানানোর দাবি উঠেছে কংগ্রেসের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.