পুরুলিয়া , 24 সেপ্টেম্বর : একুশের নির্বাচনকে পাখির চোখ করে দু'দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পুরুলিয়া জেলা BJP ৷ মূলত বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকদের দলের আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল করতে এই শিবিরের আয়োজন করা হয়েছে ৷
পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় l জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মকর্তা ও সমর্থকরা এই শিবিরে যোগদান করেন l উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় , রাঢ়বঙ্গ জ়োনের বিস্তারক ধনঞ্জয় কারক ও রাঢ়বঙ্গ জ়োনের কনভেনার পার্থ কুণ্ডু , পুরুলিয়া জেলার পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য , জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যরা l
প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন , "অগণতান্ত্রিক তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার জন্য জেলায় জেলায় BJP কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে l পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে BJP-তে আসা নেতাকর্মী ও সমর্থকদের BJP-র আদর্শ ও রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করানো হচ্ছে ৷ এই প্রশিক্ষণ শিবির শুধুমাত্র জেলায় নয় তা রাজ্যস্তরের ৷ রাজ্যস্তরেও এই শিবির অনুষ্ঠিত হবে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে l"