পুরুলিয়া, 12 এপ্রিল : লকডাউনের মধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রায় দু'লাখ দুস্থ মানুষকে ফুড কুপন ও খাদ্য সামগ্রী বিতরণ পুরুলিয়া জেলা প্রশাসন ৷ রাজ্য সরকারের নির্দেশ মতো জেলার প্রতিটি ব্লকে গিয়ে সাধারণ মানুষের হাতে সেই ফুড কুপন তুলে দিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ৷ পাশাপাশি জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল, শবর গ্রামগুলিতে গিয়ে সেখানকার বাসিন্দাদের হাল হকিকত খতিয়ে দেখেন তাঁরা ৷ একইসঙ্গে রেশন দোকানগুলিতে ঠিকঠাক রেশন দেওয়া হচ্ছে কি না তাও সরেজমিনে খতিয়ে দেখে জেলা প্রশাসন ৷
লকডাউনের জেরে বন্ধ সমস্ত কাজ ৷ বন্ধ যানবাহন চলাচল ৷ সাধারণ মানুষ আজ গৃহবন্দী ৷ এই পরিস্থিতিতে পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করছে প্রশাসন ৷ জেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছে পুলিশও ৷ জেলায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়জন করেছে জেলা পুলিশ ৷ প্রশাসন ও পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী ৷
জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "জেলাবাসীকে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ মতো দু'লক্ষ দুস্থ মানুষদের ফুড কুপন দেওয়া হচ্ছে ৷ ওই কুপনের মাধ্যমে রেশন ডিলারের কাছ থেকে চাল, আলু, আটা সংগ্রহ করতে পারবেন তারা ৷ আবার কোথাও সেই কুপন থেকে খাদ্য সামগ্রী তুলে গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে ৷ কোথাও কেউ সমস্যায় পড়লে বা অভাব অনটন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷" সেই সঙ্গে তিনি জানান, "প্রথম ধাপে জেলার সমস্ত স্কুল ও ICDS সেন্টারে খাদ্য সামগ্রী দেওয়ার কাজও শেষ হয়ে গিয়েছে ৷ এবার রাজ্য সরকার যেভাবে নির্দেশিকা দেবে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে ৷"