পুরুলিয়া, 20 মার্চ: ঘুরপথে নয়, সৎ পথে উপার্জনের জন্য টিভি সারিয়ে দিন গুজরান করেন পুরুলিয়ার এই পৌর প্রতিনিধি ৷ দিন দিন যখন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সম্পত্তির পরিমাণ পাল্লা দিয়ে বাড়ছে এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজনতা আঙুল তুলছেন নেতাদের দিকে তখনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল পুরুলিয়া শহরে । পুরুলিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্ত (Purulia Municipality)৷ সেই প্রথম থেকে আজও দোকানে টিভি সারিয়ে দিন গুজরান করে চলেছেন (Councillor works as TV Mechanic)।
এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাঁর সটান জবাব, "এটিই তো আমার উপার্জনের একমাত্র পথ । আর আমি কাউন্সিলর হয়েছি তো মানুষের সেবা করার জন্য । ঘুরপথে কোনওভাবে উপার্জনের জন্য নয় ৷ নিজের রুটিরুজি তো এই দোকানে টিভি সারিয়েই ৷" ওয়ার্ডের বাসিন্দাদের যাবতীয় দরকারি কাগজপত্র সই সাবুদ করার কাজ হোক বা অন্য কোনও প্রয়োজন, সব এই দোকান থেকেই করেন আবিরবাবু ।
তাঁর কথায়, "এলাকার মানুষের আমার কাছে যেটুকু কাজ থাকে তা সাধ্যমত পূরণ করার চেষ্টা করি । দোকান থেকে যেটা সম্ভব সেটা দোকান থেকে না হলে পৌরসভা যেতে হয় । আর সবাই জানে বাড়িতে না থাকলে আমাকে এই দোকানেই পাওয়া যাবে ৷" 12 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি ৷ আগে শহরে একটি ট্রেনিং স্কুলে শেখাতেন ৷ আর এখন নিজের দোকান ৷ শখ বলতে পশুদের সেবা করা ৷ তিন ভাই ও দিদিকে নিয়ে সংসার । ভাইয়েরা কেউ বিয়ে করেনি ।
পুরুলিয়া শহরে বরাকর রোডে নিজের দোকানে দাড়িয়ে আবিরবাবু বলেন, "এলাকার মানুষের জন্য এবং আমার ওয়ার্ডের বাসিন্দাদের দাবি দাওয়া পূরণের জন্য আমার পক্ষে যেটুকু সম্ভব করার আপ্রাণ চেষ্টা করি ।" তবে তৃণমূল পরিচালিত পৌরসভার প্রতি কোনও ক্ষোভ নেই বলেই জানান বিজেপির এই পৌর প্রতিনিধির । এই বিষয়ে তাঁর বক্তব্য, পৌরসভা থেকে কোনওরকম অসহযোগিতা করা হয়নি । তাই পৌরসভার প্রতি আমার কোনও ক্ষোভ বা অভিযোগ নেই ।"
আরও পড়ুন : সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী