পুরুলিয়া, 7 জুলাই : ভারতীয় রেলকে বেসরকারিকরণকরায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস ।আজ পুরুলিয়া রেল স্টেশন, আনাড়াস্টেশন, রুকনিস্টেশন, আদ্রাস্টেশনসহ একাধিক রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসেরকর্মী-সমর্থকরা । পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিলও করেন তাঁরা ।
পুরুলিয়ায় প্রতিবাদ কর্মসূচীতেসামিল হয় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্য়াসোসিয়েশনের জেলা শাখা ।পাশাপাশি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় । পুরুলিয়া রেল স্টেশনে প্রতিবাদবিক্ষোভের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নব্যেন্দু মাহালি l বলেন, "দীর্ঘদিন ধরে ভারতীয় রেলকে বেসরকারিকরণ করার চক্রান্তকরছে কেন্দ্রীয় সরকার l এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমরা l একদিকে কোরোনা আবহের মধ্যে দিন দিন বেড়েই চলেছে পেট্রোপণ্যেরদাম । প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে l সারা বিশ্বে পেট্রল ডিজ়েলের দাম নিয়ন্ত্রণে রয়েছে ।ভারতে পেট্রল-ডিজ়েলের দাম আকাশছোঁয়া । এর আগে কোনওদিন এরকম হয়নি । এরপর কেন্দ্রীয়সরকারের নজর পড়েছে ভারতীয় রেলের উপর । একের পর এক সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করাহয়েছে । এবার রেলকে বেসরকারিকরণ করার চক্রান্ত চলছে । এই ঘটনার তীব্র প্রতিবাদেজেলা তথা রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে প্রতিবাদ বিক্ষোভ জানানো হচ্ছে l"