ETV Bharat / state

Purulia Teachers Scam: প্রাথমিক শিক্ষকদের পাঠানো হচ্ছে হাইস্কুলে, এটা কীভাবে সম্ভব ? প্রশ্ন কংগ্রেস নেতার

author img

By

Published : Jul 4, 2022, 4:00 PM IST

10 জন প্রাথমিক শিক্ষককে পাঠানো হচ্ছে হাইস্কুলে(Purulia Teachers Scam)৷ কিন্তু এটা কীভাবে সম্ভব ? প্রশ্ন তুলেছেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ৷

Purulia Teachers Scam
প্রাথমিক শিক্ষকদের পাঠানো হচ্ছে হাই স্কুলে

পুরুলিয়া, 4 জুলাই: পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে শিক্ষক ঘাটতির প্রতিবাদে সোমবার 12 ঘণ্টার বনধ ডাকার কথা ঘোষণা করে কংগ্রেস । এই অবস্থায় রবিবার পরিস্থিতি সামাল দিতে বাঘমুন্ডি ব্লকের 6টি স্কুলে 10 জন শিক্ষক নিয়োগ করা হয় বলে জানায় পুরুলিয়া জেলা প্রশাসন (Primary teachers are being sent to high schools in Purulia)। এর মধ্যেই সোমবার পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো একটি ফেসবুক পোস্ট করেন ৷ তাতে তিনি ওই 10 জন শিক্ষকের উদ্দেশ্যে আবেদন জানান যে, নিয়োগপত্র না-পেলে তাঁরা যেন কাজে যোগ না দেন । না-হলে পরবর্তীকালে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেপালবাবু বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কীভাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য নিয়োগ করা হয় ? এর নির্দেশিকা জারি করুক প্রশাসন আমরাও এটা দেখতে চাই ।"

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও তাঁদের ভালো যোগ্যতা রয়েছে এবং তাদের তো বদলি করা হয়নি ডেপুটেশনের ভিত্তিতে দেওয়া হয়েছে । এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক ভালো বলতে পারবেন ৷"

আরও পড়ুন : শিক্ষক সংকট, ৪ জুলাই বাঘমুন্ডিতে বনধের ডাক দিল কংগ্রেস

যদিও এই বিষয়ে জানতে চেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক গৌতম চন্দ্র মালকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি এবং মেসেজেরও উত্তর দেননি । এই বিষয় নিয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, "শিক্ষক সমস্যা ছিল, আমি সেটা সমাধানের জন্য সচেষ্ট হয়েছি । বাকি এই বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবে ।"

পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা বলেন, "শিক্ষক নিয়োগ না হলে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিপূর্ণ হলে এই অবস্থায় হবে ।"

তবে এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ আপৎকালীন পরিস্থিতিতে অবস্থা সামাল দিতে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে বাঘমুন্ডির ওই 6টি স্কুলে নিয়োগ করা হয়েছে বলে জানান পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা । তবে জেলাশাসকের ওই মন্তব্যের পর কার্যত বিতর্কের ঝড় বয়ে গিয়েছে জেলা জুড়ে । কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও বদলি করে বাঘমুন্ডিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ৷ আর এখানেই প্রশ্ন তুলেছে জেলার শিক্ষামহল । কারণ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক কীভাবে হাইস্কুলে যেতে পারেন আর তিনি কীভাবেই বা হাইস্কুলে পড়াবেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই ।

আরও পড়ুন : বিয়ে করবেন 46 বছরের চাঁদমনি, আবেদন করলেন রূপশ্রী প্রকল্পের জন্য

পুরুলিয়া, 4 জুলাই: পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে শিক্ষক ঘাটতির প্রতিবাদে সোমবার 12 ঘণ্টার বনধ ডাকার কথা ঘোষণা করে কংগ্রেস । এই অবস্থায় রবিবার পরিস্থিতি সামাল দিতে বাঘমুন্ডি ব্লকের 6টি স্কুলে 10 জন শিক্ষক নিয়োগ করা হয় বলে জানায় পুরুলিয়া জেলা প্রশাসন (Primary teachers are being sent to high schools in Purulia)। এর মধ্যেই সোমবার পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো একটি ফেসবুক পোস্ট করেন ৷ তাতে তিনি ওই 10 জন শিক্ষকের উদ্দেশ্যে আবেদন জানান যে, নিয়োগপত্র না-পেলে তাঁরা যেন কাজে যোগ না দেন । না-হলে পরবর্তীকালে তাঁদের সমস্যায় পড়তে হতে পারে ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেপালবাবু বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কীভাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য নিয়োগ করা হয় ? এর নির্দেশিকা জারি করুক প্রশাসন আমরাও এটা দেখতে চাই ।"

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, "প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও তাঁদের ভালো যোগ্যতা রয়েছে এবং তাদের তো বদলি করা হয়নি ডেপুটেশনের ভিত্তিতে দেওয়া হয়েছে । এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক ভালো বলতে পারবেন ৷"

আরও পড়ুন : শিক্ষক সংকট, ৪ জুলাই বাঘমুন্ডিতে বনধের ডাক দিল কংগ্রেস

যদিও এই বিষয়ে জানতে চেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক গৌতম চন্দ্র মালকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি এবং মেসেজেরও উত্তর দেননি । এই বিষয় নিয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, "শিক্ষক সমস্যা ছিল, আমি সেটা সমাধানের জন্য সচেষ্ট হয়েছি । বাকি এই বিষয়টি প্রশাসন ভালো বলতে পারবে ।"

পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা বলেন, "শিক্ষক নিয়োগ না হলে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিপূর্ণ হলে এই অবস্থায় হবে ।"

তবে এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ আপৎকালীন পরিস্থিতিতে অবস্থা সামাল দিতে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে বাঘমুন্ডির ওই 6টি স্কুলে নিয়োগ করা হয়েছে বলে জানান পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা । তবে জেলাশাসকের ওই মন্তব্যের পর কার্যত বিতর্কের ঝড় বয়ে গিয়েছে জেলা জুড়ে । কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও বদলি করে বাঘমুন্ডিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ৷ আর এখানেই প্রশ্ন তুলেছে জেলার শিক্ষামহল । কারণ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক কীভাবে হাইস্কুলে যেতে পারেন আর তিনি কীভাবেই বা হাইস্কুলে পড়াবেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই ।

আরও পড়ুন : বিয়ে করবেন 46 বছরের চাঁদমনি, আবেদন করলেন রূপশ্রী প্রকল্পের জন্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.