ETV Bharat / state

বেহাল 32নং জাতীয় সড়ক মোরাম ফেলে মেরামত, বৃষ্টিতে ফের বেআব্রু গর্ত - 32নং জাতীয় সড়ক

পুরুলিয়ার উপর দিয়ে রাঁচি গিয়েছে 32নং জাতীয় সড়ক ৷ দীর্ঘ দিন ধরে সেই রাস্তার দশা বেহাল ৷ অভিযোগ উঠেছে, সেই জাতীয় সড়ক মেরামত করতে ব্যবহার করা হচ্ছে মোরাম অর্থাৎ, ইটের গুঁড়ো মেশানো মাটি ৷

poor condition of national highway 32 in purulia
বেহাল 32নং জাতীয় সড়ক মেরামত করতে ব্যবহার হচ্ছে মোরাম
author img

By

Published : Jun 18, 2021, 4:09 PM IST

পুরুলিয়া, 18 জুন : মোরাম ঢেলে গর্ত বুজিয়ে দেওয়া হচ্ছে জাতীয় সড়কের ৷ এমনই ছবি ধরা পড়ল পুরুলিয়ার চাশ মোড়ে রাঁচি যাওয়ার 32নং জাতীয় সড়কে ৷ লাগাতার বৃষ্টি এবং গাড়ির চাপে জায়গায় জায়গায় বিরাট গর্ত তৈরি হয়েছে সেখানে ৷ কিন্তু, স্থায়ীভাবে রাস্তা না সারিয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা রাস্তায় মোরাম ঢেলে গর্তগুলি বুজিয়ে দিচ্ছেন ৷ বৃষ্টি ও লাগাতার গাড়ি চলাচলে সেই মোরামও খুব দ্রুত জলের সঙ্গে ধুয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

পুরুলিয়ার উপর দিয়ে রাঁচি গিয়েছে 32নং জাতীয় সড়ক ৷ দীর্ঘ দিন ধরে সেই রাস্তার হাল বেহাল ৷ স্থানীয়দের অভিযোগ চাষ মোড়ের কাছে রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে ৷ যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷ এই অবস্থায় বর্ষা ঢুকতেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে রাজ্যে ৷ ফলে লাগাতার বৃষ্টি এবং জাতীয় সড়কের উপর দিয়ে বড় গাড়ির চাপ ৷ এই দু’য়ের জেরে বেহার অবস্থা জাতীয় সড়কের ৷ অভিযোগ উঠেছে, সেই জাতীয় সড়ক মেরামত করতে ব্যবহার করা হচ্ছে মোরাম বা ইটের গুঁড়ো মেশানো মাটি ৷ সেই ফেলে জাতীয় সড়কের গর্ত বোজানো হচ্ছে ৷

আরও পড়ুন : রাস্তার নির্মাণ দ্রুত ছড়িয়ে পড়ছে, রোজ 30 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে

আর তার ফল যা হওয়ার তাই হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, মোরাম ঢালার কয়েক ঘণ্টার মধ্যে গাড়ির চাপে সেগুলি বসে গিয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে চারদিকে কাদায় ভরে গিয়েছে ৷ আর ফলস্বরূপ ফের বেরিয়ে আসতে শুরু করেছে গর্তগুলি ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাষ মোড়ের দোকানদাররা ৷ তাঁদের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষার সময় রাস্তায় গর্ত তৈরি হয় ৷ আর ঠিকাদার সংস্থা কর্মীরা এসে মোরাম ঢেলে দিয়ে চলে যান ৷ কিন্তু, এতে কোনও লাভ হয় না ৷ কেন স্থায়ীভাবে 32নং জাতীয় সড়কের মেরামত হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

পুরুলিয়া, 18 জুন : মোরাম ঢেলে গর্ত বুজিয়ে দেওয়া হচ্ছে জাতীয় সড়কের ৷ এমনই ছবি ধরা পড়ল পুরুলিয়ার চাশ মোড়ে রাঁচি যাওয়ার 32নং জাতীয় সড়কে ৷ লাগাতার বৃষ্টি এবং গাড়ির চাপে জায়গায় জায়গায় বিরাট গর্ত তৈরি হয়েছে সেখানে ৷ কিন্তু, স্থায়ীভাবে রাস্তা না সারিয়ে ঠিকাদার সংস্থার কর্মীরা রাস্তায় মোরাম ঢেলে গর্তগুলি বুজিয়ে দিচ্ছেন ৷ বৃষ্টি ও লাগাতার গাড়ি চলাচলে সেই মোরামও খুব দ্রুত জলের সঙ্গে ধুয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

পুরুলিয়ার উপর দিয়ে রাঁচি গিয়েছে 32নং জাতীয় সড়ক ৷ দীর্ঘ দিন ধরে সেই রাস্তার হাল বেহাল ৷ স্থানীয়দের অভিযোগ চাষ মোড়ের কাছে রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে ৷ যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷ এই অবস্থায় বর্ষা ঢুকতেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে রাজ্যে ৷ ফলে লাগাতার বৃষ্টি এবং জাতীয় সড়কের উপর দিয়ে বড় গাড়ির চাপ ৷ এই দু’য়ের জেরে বেহার অবস্থা জাতীয় সড়কের ৷ অভিযোগ উঠেছে, সেই জাতীয় সড়ক মেরামত করতে ব্যবহার করা হচ্ছে মোরাম বা ইটের গুঁড়ো মেশানো মাটি ৷ সেই ফেলে জাতীয় সড়কের গর্ত বোজানো হচ্ছে ৷

আরও পড়ুন : রাস্তার নির্মাণ দ্রুত ছড়িয়ে পড়ছে, রোজ 30 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে

আর তার ফল যা হওয়ার তাই হয়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, মোরাম ঢালার কয়েক ঘণ্টার মধ্যে গাড়ির চাপে সেগুলি বসে গিয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে চারদিকে কাদায় ভরে গিয়েছে ৷ আর ফলস্বরূপ ফের বেরিয়ে আসতে শুরু করেছে গর্তগুলি ৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাষ মোড়ের দোকানদাররা ৷ তাঁদের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষার সময় রাস্তায় গর্ত তৈরি হয় ৷ আর ঠিকাদার সংস্থা কর্মীরা এসে মোরাম ঢেলে দিয়ে চলে যান ৷ কিন্তু, এতে কোনও লাভ হয় না ৷ কেন স্থায়ীভাবে 32নং জাতীয় সড়কের মেরামত হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.