পুরুলিয়া, 17 মার্চ : প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতির স্কেচ প্রকাশ করল পুরুলিয়া জেলা পুলিশ । অভিযুক্তের সন্ধান দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে । প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই ওই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান ।
শনিবার রাতে কাউন্সিলর খুনের পর রবিবার থেকে নিহতের ভাইপোকে ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় (Nephew arrested in Jhalda Congress Councillor Murder Case) ৷ গতকাল অভিযুক্তকে জিআরও পুলিশ কোর্টে তোলা হয় ৷ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া জেলা আদালতে । সূত্রের খবর, জেলা পুলিশের পক্ষ থেকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল ৷ পাশাপাশি 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে জেলা পুলিশ (SIT forms for Jhalda murder case probe) ৷
আরও পড়ুন : কংগ্রেস কাউন্সিলর খুনে 6 সদস্যের সিট গঠন, ধৃত ভাইপোকে তোলা হল কোর্টে
ওই তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল, প্রভেশনারি আইপিএস অফিসার, জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার দুই আধিকারিক ও বলরামপুরের সিআই পার্থ সিং । তদন্ত করবে ডিএসপি হেডকোয়ার্টার । গোটা বিষয়টি মনিটারিং হবে জেলা পুলিশ অফিস থেকে । একইসঙ্গে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিআইডিরও সাহায্য নিচ্ছে জেলা পুলিশ ।