ETV Bharat / state

হড়পা বানের মুখে যুবক-যুবতি, ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মীরা - police rescue couple

পাঁচজনই পুরুলিয়ার বাসিন্দা । বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নামে ৷ এদিকে ধীরে ধীরে জল বাড়তে শুরু করে ৷ আটকে পড়ে দু'জন ৷ পুলিশি তৎপরতায় শেষমেশ তাদের উদ্ধার করা হয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 25, 2019, 9:34 PM IST

পুরুলিয়া, 25 জুলাই : পুরুলিয়ার বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া ৷ জলাধারের উলটো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর বসেছিল তারা ৷ কিন্তু, হড়পা বানের জেরে বাড়তে থাকে জল ৷ বিপদ বুঝে তিন কলেজ পড়ুয়া ফিরে আসে ৷ আটকে পড়ে পায়েল গড়াই ও রাকেশ কর্মকার নামে দুই বন্ধু ৷ পরে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷

দেখুন ভিডিয়ো

পাঁচজন পুরুলিয়ার বাসিন্দা । হড়পা বান সম্পর্কে অল্প হলেও ধারণা ছিল ৷ দুপুরের দিকে বামণী ফলসে নামে তারা ৷ এদিকে ধীরে ধীরে জল বাড়তে শুরু করে ৷ বিপদ বুঝে তিনজন ফিরে আসে ৷ কিন্তু আটকে যায় বাকি দু'জন ৷ তৎক্ষণাৎ এপারে থাকা স্থানীয়রা থানায় খবর দেয় ৷ ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারে নামে পুলিশ ৷ পুলিশি তৎপরতায় শেষমেশ প্রাণে বাঁচে দু'জন ৷

image
পুলিশি তৎপরতায় উদ্ধার পড়ুয়ারা

উল্লেখ্য, 2006 সালে বাঘমুণ্ডির ডাউরি খালে এরকমই এক ভ্রমণে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া ৷ কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ কেড়ে নিয়েছিল হড়পা বান ৷

পুরুলিয়া, 25 জুলাই : পুরুলিয়ার বাঘমুণ্ডির অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া ৷ জলাধারের উলটো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর বসেছিল তারা ৷ কিন্তু, হড়পা বানের জেরে বাড়তে থাকে জল ৷ বিপদ বুঝে তিন কলেজ পড়ুয়া ফিরে আসে ৷ আটকে পড়ে পায়েল গড়াই ও রাকেশ কর্মকার নামে দুই বন্ধু ৷ পরে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷

দেখুন ভিডিয়ো

পাঁচজন পুরুলিয়ার বাসিন্দা । হড়পা বান সম্পর্কে অল্প হলেও ধারণা ছিল ৷ দুপুরের দিকে বামণী ফলসে নামে তারা ৷ এদিকে ধীরে ধীরে জল বাড়তে শুরু করে ৷ বিপদ বুঝে তিনজন ফিরে আসে ৷ কিন্তু আটকে যায় বাকি দু'জন ৷ তৎক্ষণাৎ এপারে থাকা স্থানীয়রা থানায় খবর দেয় ৷ ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারে নামে পুলিশ ৷ পুলিশি তৎপরতায় শেষমেশ প্রাণে বাঁচে দু'জন ৷

image
পুলিশি তৎপরতায় উদ্ধার পড়ুয়ারা

উল্লেখ্য, 2006 সালে বাঘমুণ্ডির ডাউরি খালে এরকমই এক ভ্রমণে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া ৷ কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ কেড়ে নিয়েছিল হড়পা বান ৷

Intro:পুরুলিয়া : রোমাঞ্চভ্রমণ করতে গিয়ে হড়পা বানের গ্রাস থেকে প্রাণে বাঁচল পাঁচ কলেজ পড়ুয়া l ঘটনা 2006 সালের ডাউরি খালের স্মৃতি ফিরে এলেও পুলিশের তৎপরতায় এবার প্রাণে বাঁচল এক প্রেমিক-প্রেমিকা l পুরুলিয়া বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের রোমাঞ্চকর ভ্রমণে গিয়ে একবারে বামনী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া l জেলার বাসিন্দা হওয়াতে হড়পা বাঁধ সম্পর্কে অল্প হলেও ধারণা ছিল তাদের l জলাধারের উল্টো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর পাঁচ জনই বসেছিল lBody:হড়পা বানের কারণে জল বাড়তে শুরু করে l বিপদ বুঝে তিন কলেজে পড়ুয়া এপারে চলে এলেও এক প্রেমিক-প্রেমিকা আটকে পড়ে ওখানে l বিপদ বুঝে তৎক্ষণাৎ এপারে থাকা স্থানীয় থানায় খবর দেয় l খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় l প্রাণের ঝুঁকি নিয়েই পুলিশ কর্মীরা দড়ি বেঁধে উদ্ধার কাজ শুরু করে l পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যায় ওই দুই কলেজ পড়ুয়া l তাদের পায়েল গরাই ও রাকেশ কর্মকার l বর্তমানে তারা সুস্থ রয়েছে বলে জানায় পুলিশ l তবে চোখে মুখে আতঙ্ক কাটেনি ওই পড়ুয়াদের l 2006 সালের বাঘমুন্ডির ডাউরি খালে এরকমই এক রোমাঞ্চকর ভ্রমণে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়া l কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ কেড়ে নিয়েছিল হড়পা বান l পুলিশের এই অল্প পরিকাঠামোতেই যেভাবে আজ উদ্ধার কাজ করেছে তা প্রশংসার অপেক্ষা রাখে না lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.