ETV Bharat / state

আবার পুরুলিয়ায় মাওবাদী পোস্টার উদ্ধার, চিন্তার ভাঁজ পুলিশের - পুরুলিয়ায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার

জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক দিয়ে পুরুলিয়ায় মাও নামাঙ্কিত পোস্টার পড়ল ৷ লাল কালিতে লেখা এই পোস্টারগুলি কোথা থেকে আসল তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

poster
পুরুলিয়ায় মাও নামাঙ্কিত পোস্টার
author img

By

Published : Feb 25, 2021, 4:46 PM IST

পুরুলিয়া,25 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের মুখে জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক দিয়ে পুরুলিয়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার ৷ পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আড়শা থানার কাঁটাডি এলাকায় লাল কালিতে লেখা পোস্টার দেখতে পান এলাকাবাসীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে ।

গত দুদিন আগে পুরুলিয়ার বারামপুর, ঝালদা, বাঘমুন্ডি, কোটশিলা এলাকায় গুচ্ছ গুচ্ছ মাও পোস্টার উদ্ধার হয় । জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর পর এভাবে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তৃণমূল সরকার আসার পর মাওবাদী কার্যকলাপ সেভাবে চোখে পড়েনি ৷ বরং অস্ত্র ত্যাগ করে অনেক মাওবাদী কর্মী-নেতা মূল স্রোতে ফিরে আসেন ৷ সরকারের পক্ষ থেকে তাঁদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয় ৷ জঙ্গলমহলে বহু মাও কর্মী হোমগার্ডে চাকরি পান ৷ এমনকি চলতি বছরের জানুয়ারি মাসে রাজ্য সরকারের 'জাগ্রত বাংলা প্রকল্পে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 597 জন মাওবাদী এবং 411 জন কেএলও-কে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে মূল স্রোতে জীবীকা অর্জনের সুযোগ করে দেন। বাম জমানায় ও পরেও মাও হানায় নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরির প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া জঙ্গলমহলে 499 জন খোলোয়াড়কেও চাকরি দেয় রাজ্য সরকার ৷ তবও অভিযোগও আছে প্রচুর ৷ সরকারি আশ্বাসে সাধারণ জীবনে ফিরে এসেও এখনও অনেক প্রাক্তন মাওকর্মীরা চাকরি পাননি ৷ তবে সবচেয়ে বড় অভিযোগ, রাজ্য সরকার সাহায্য করলেও শাসক দলের তৃণমূল স্তরের কর্মীদের দুর্নীতির ফলে সেই সাহায্য ঠিকভাবে পৌঁছায়নি গরীব মানুষের কাছে ৷ ফলে এখনও দারিদ্র জঙ্গলমহলে অনেকেরই নিত্যসঙ্গী ৷ শাসক দলের বহু নেতা-কর্মীদের বিলাসিতার বহর বাড়লেও সাধারণ মানুষ এখনও অন্ধকারেই দিন কাটাতে বাধ্য হচ্ছে ৷ আর এই বঞ্চনার সূত্র ধরেই জঙ্গলমহলে আবারও মাথাচাড়া দিচ্ছে মাওবাদ ৷ কিছুদিন আগে প্রাক্তন মাওবাদী ও লিঙ্কম্যানদের ভিডিয়ো ভাইরাল হয় পুরুলিয়ায় ৷ সেখানে সরকারি প্যাকেজ থেকে প্রাক্তণ মাওবাদীরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় ৷ শুধু তাই নয়,তাদের পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারিও দেওয়া হয়, ভোটের আগে সরকারি সাহায্য না পেলে তাঁরা আন্দোলনে নামার কথা ঘোষণা করেন ৷

আরও পড়ুন :বঙ্কিম-বিভূতি স্মরণে নাড্ডা

কিছুদিন আগে, বলরামপুর ব্লকের মুরুগাড়া, ঝালদা-2 নম্বর ব্লকের দড়দা, বাগবিন্ধ্যা, মুরগুমা ও বেগুনকোদরে মাও পোস্টার উদ্ধার করে পুলিশ। তার পরে আবার আড়শা থানার কাঁটাডি এলাকায় লাল কালিতে লেখা পোস্টার দেখতে পেলেন এলাকাবাসীরা ৷ এই পোস্টারে ভোট বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনেরও বিরোধিতা করা হয় ৷ তাছাড়া দ্রুত স্কুল কলেজ খোলারও আর্জি জানানো হয় ৷

পুরুলিয়া,25 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের মুখে জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক দিয়ে পুরুলিয়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার ৷ পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আড়শা থানার কাঁটাডি এলাকায় লাল কালিতে লেখা পোস্টার দেখতে পান এলাকাবাসীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে ।

গত দুদিন আগে পুরুলিয়ার বারামপুর, ঝালদা, বাঘমুন্ডি, কোটশিলা এলাকায় গুচ্ছ গুচ্ছ মাও পোস্টার উদ্ধার হয় । জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর পর এভাবে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তৃণমূল সরকার আসার পর মাওবাদী কার্যকলাপ সেভাবে চোখে পড়েনি ৷ বরং অস্ত্র ত্যাগ করে অনেক মাওবাদী কর্মী-নেতা মূল স্রোতে ফিরে আসেন ৷ সরকারের পক্ষ থেকে তাঁদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয় ৷ জঙ্গলমহলে বহু মাও কর্মী হোমগার্ডে চাকরি পান ৷ এমনকি চলতি বছরের জানুয়ারি মাসে রাজ্য সরকারের 'জাগ্রত বাংলা প্রকল্পে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 597 জন মাওবাদী এবং 411 জন কেএলও-কে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে মূল স্রোতে জীবীকা অর্জনের সুযোগ করে দেন। বাম জমানায় ও পরেও মাও হানায় নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরির প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া জঙ্গলমহলে 499 জন খোলোয়াড়কেও চাকরি দেয় রাজ্য সরকার ৷ তবও অভিযোগও আছে প্রচুর ৷ সরকারি আশ্বাসে সাধারণ জীবনে ফিরে এসেও এখনও অনেক প্রাক্তন মাওকর্মীরা চাকরি পাননি ৷ তবে সবচেয়ে বড় অভিযোগ, রাজ্য সরকার সাহায্য করলেও শাসক দলের তৃণমূল স্তরের কর্মীদের দুর্নীতির ফলে সেই সাহায্য ঠিকভাবে পৌঁছায়নি গরীব মানুষের কাছে ৷ ফলে এখনও দারিদ্র জঙ্গলমহলে অনেকেরই নিত্যসঙ্গী ৷ শাসক দলের বহু নেতা-কর্মীদের বিলাসিতার বহর বাড়লেও সাধারণ মানুষ এখনও অন্ধকারেই দিন কাটাতে বাধ্য হচ্ছে ৷ আর এই বঞ্চনার সূত্র ধরেই জঙ্গলমহলে আবারও মাথাচাড়া দিচ্ছে মাওবাদ ৷ কিছুদিন আগে প্রাক্তন মাওবাদী ও লিঙ্কম্যানদের ভিডিয়ো ভাইরাল হয় পুরুলিয়ায় ৷ সেখানে সরকারি প্যাকেজ থেকে প্রাক্তণ মাওবাদীরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় ৷ শুধু তাই নয়,তাদের পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারিও দেওয়া হয়, ভোটের আগে সরকারি সাহায্য না পেলে তাঁরা আন্দোলনে নামার কথা ঘোষণা করেন ৷

আরও পড়ুন :বঙ্কিম-বিভূতি স্মরণে নাড্ডা

কিছুদিন আগে, বলরামপুর ব্লকের মুরুগাড়া, ঝালদা-2 নম্বর ব্লকের দড়দা, বাগবিন্ধ্যা, মুরগুমা ও বেগুনকোদরে মাও পোস্টার উদ্ধার করে পুলিশ। তার পরে আবার আড়শা থানার কাঁটাডি এলাকায় লাল কালিতে লেখা পোস্টার দেখতে পেলেন এলাকাবাসীরা ৷ এই পোস্টারে ভোট বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি কেন্দ্রের কৃষি আইনেরও বিরোধিতা করা হয় ৷ তাছাড়া দ্রুত স্কুল কলেজ খোলারও আর্জি জানানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.