ETV Bharat / state

জমায়েত আটকাতে ড্রোনের মাধ্যমে নজরদারি পুরুলিয়া পুলিশের

author img

By

Published : Apr 16, 2020, 8:20 PM IST

লকডাউন ভেঙে শহরের রাস্তায় বেরিয়ে পড়া মানুষের উপর নজরদারি চালাতে পুরুলিয়া জেলা পুলিশের নতুন উদ্যোগ ৷ আজ থেকে পুরুলিয়া শহরে ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি ৷

police are inspecting with drone in purulia
ড্রোনের মাধ্যমে নজরদারি কড়া করল পুরুলিয়া পুলিশ

পুরুলিয়া, 16 এপ্রিল : কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না আবার কোথায় কেউ জমায়েত করছে কি না তার উপর নজরদারি চালাতে ড্রোন ক্যামেরার ব্যবহার শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ । সামাজিক দূরত্ব উপেক্ষা করল বা জমায়েত করলেই কান ধরে ওঠবস করানো হচ্ছে ৷ এর জেরে আজ শহরের ছবিটাই বদলে যায় ৷ ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট । সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে দেখা যায় সাধারণ মানুষকে ৷

কোরোনা মোকাবিলায় 23 দিন ধরে দেশজুড়ে চলছে লকডাউন ৷ গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ গৃহবন্দী ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে । তবুও অনেকেই নির্দেশিকা উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন । জমায়েত করছেন । পুলিশ খবর পেয়ে এই সব জায়গায় হানা দিলে কিছুক্ষণের জন্য পুলিশের ভয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে ৷ রাস্তাঘাটে অকারণে যাঁরা বেরিয়ে পড়েছিলেন তাঁরাও লুকিয়ে পড়ছেন ৷ পুলিশকর্মীরা চলে যেতেই আবার একই অবস্থা ৷ তাই এবার নজরদারি কড়া করতে উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ ৷

এবিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "আজ থেকে জেলাজুড়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ ৷ কোথাও সামাজিক দূরত্ব উপেক্ষা করলে বা অকারণে রাস্তায় বেরিয়ে পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ "

পুরুলিয়া, 16 এপ্রিল : কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না আবার কোথায় কেউ জমায়েত করছে কি না তার উপর নজরদারি চালাতে ড্রোন ক্যামেরার ব্যবহার শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ । সামাজিক দূরত্ব উপেক্ষা করল বা জমায়েত করলেই কান ধরে ওঠবস করানো হচ্ছে ৷ এর জেরে আজ শহরের ছবিটাই বদলে যায় ৷ ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট । সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করতে দেখা যায় সাধারণ মানুষকে ৷

কোরোনা মোকাবিলায় 23 দিন ধরে দেশজুড়ে চলছে লকডাউন ৷ গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ গৃহবন্দী ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে । তবুও অনেকেই নির্দেশিকা উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন । জমায়েত করছেন । পুলিশ খবর পেয়ে এই সব জায়গায় হানা দিলে কিছুক্ষণের জন্য পুলিশের ভয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে ৷ রাস্তাঘাটে অকারণে যাঁরা বেরিয়ে পড়েছিলেন তাঁরাও লুকিয়ে পড়ছেন ৷ পুলিশকর্মীরা চলে যেতেই আবার একই অবস্থা ৷ তাই এবার নজরদারি কড়া করতে উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ ৷

এবিষয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "আজ থেকে জেলাজুড়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ ৷ কোথাও সামাজিক দূরত্ব উপেক্ষা করলে বা অকারণে রাস্তায় বেরিয়ে পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.