ETV Bharat / state

School Spelling Mistake : স্কুল বানান ভুলের ছবি ভাইরাল

author img

By

Published : Jun 22, 2022, 10:33 PM IST

পুরুলিয়া জেলার বোরো থানা এলাকার দিঘী হাইস্কুলের একটি আবেদন পত্রের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (School Spelling Mistake) ৷ ইংরেজিতে স্কুল বানান ভুল লেখা রয়েছে ।

School Spelling Mistake news
স্কুল বানান ভুলের ছবি ভাইরাল

পুরুলিয়া, 22 জুন : সম্প্রতি আমব্রেলা বানান ভুল নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য । একের পর এক মিম বানানো হয় তা নিয়ে । এই নিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই । ইতিমধ্যেই পুরুলিয়া জেলার বোরো থানা এলাকার দিঘী হাইস্কুলের একটি আবেদন পত্রের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (School Spelling Mistake)। তাতে দেখা যাচ্ছে ইংরেজিতে স্কুল বানান ভুল লেখা রয়েছে ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সত্য কিংকর মাহাতো বলেন, "এটা একটি মুদ্রণ জনিত ত্রুটি । বিষয়টি আমাদের নজরে আসার পরই আমরা সঙ্গে সঙ্গে পালটে দিয়েছি নতুন আবেদন পত্র দেওয়া হয়েছে । তবু কিছু বদমাশ ছেলে পুলে ওই পুরানোটারই ছবি তুলে ভাইরাল করেছে ।" এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "বর্তমানে পশ্চিম বঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে । মেধাবী ছাত্র ছাত্রীদের দুর্ভাগ্য চলছে বলা যায় । আগে বাংলা বোর্ডের ছাত্র ছাত্রীদের নম্বরকে ভাল চোখে দেখা হত ৷ এখন আর তা হয় না ।"

আরও পড়ুন : বানান ভুল হলে কাটা যাবে না নম্বর, ব্যাখ্যা পর্ষদ সভাপতির

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরুলিয়া জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমব্রেলা বানান জিজ্ঞাসা করার বিষয়টি আমি ভাল চোখে দেখছি না ৷ কারণ সে ইংরেজিতে দুর্বল বলেই ফেল করেছে ৷ আর বিক্ষোভের কারণ জানতে গিয়ে বানান ধরাটা নিম্নমানের সাংবাদিকতা বলে আমি মনে করি । আর লকডাউনের আগে থেকেই পাশ ফেল প্রথা উঠে যাওয়া এবং প্রাথমিক স্তরে নিম্নমানের শিক্ষা ব্যবস্থা এই সব মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে যে অশনি সংকেত চলছে তা বলা যায় ।" এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মালের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ।

পুরুলিয়া, 22 জুন : সম্প্রতি আমব্রেলা বানান ভুল নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য । একের পর এক মিম বানানো হয় তা নিয়ে । এই নিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই । ইতিমধ্যেই পুরুলিয়া জেলার বোরো থানা এলাকার দিঘী হাইস্কুলের একটি আবেদন পত্রের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (School Spelling Mistake)। তাতে দেখা যাচ্ছে ইংরেজিতে স্কুল বানান ভুল লেখা রয়েছে ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সত্য কিংকর মাহাতো বলেন, "এটা একটি মুদ্রণ জনিত ত্রুটি । বিষয়টি আমাদের নজরে আসার পরই আমরা সঙ্গে সঙ্গে পালটে দিয়েছি নতুন আবেদন পত্র দেওয়া হয়েছে । তবু কিছু বদমাশ ছেলে পুলে ওই পুরানোটারই ছবি তুলে ভাইরাল করেছে ।" এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "বর্তমানে পশ্চিম বঙ্গের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে । মেধাবী ছাত্র ছাত্রীদের দুর্ভাগ্য চলছে বলা যায় । আগে বাংলা বোর্ডের ছাত্র ছাত্রীদের নম্বরকে ভাল চোখে দেখা হত ৷ এখন আর তা হয় না ।"

আরও পড়ুন : বানান ভুল হলে কাটা যাবে না নম্বর, ব্যাখ্যা পর্ষদ সভাপতির

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরুলিয়া জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমব্রেলা বানান জিজ্ঞাসা করার বিষয়টি আমি ভাল চোখে দেখছি না ৷ কারণ সে ইংরেজিতে দুর্বল বলেই ফেল করেছে ৷ আর বিক্ষোভের কারণ জানতে গিয়ে বানান ধরাটা নিম্নমানের সাংবাদিকতা বলে আমি মনে করি । আর লকডাউনের আগে থেকেই পাশ ফেল প্রথা উঠে যাওয়া এবং প্রাথমিক স্তরে নিম্নমানের শিক্ষা ব্যবস্থা এই সব মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে যে অশনি সংকেত চলছে তা বলা যায় ।" এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মালের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.