পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি : শীত কাটতে না কাটতেই আন্ত্রিকের প্রকোপ বাড়ল পুরুলিয়া শহরে। শহরের ৫ নম্বর ওয়ার্ডে হুচুক পাড়ায় আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।
মঙ্গলবার খবর পেয়ে মেডিকেল টিম এলাকা পরিদর্শন করে। আক্রান্তদের মধ্যে শিশু সহ প্রায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে সরবরাহ করা পানীয় জল থেকেই আন্ত্রিক ছড়িয়েছে। তাঁদের দাবি, ওই এলাকায় গভীর নলকূপ বসিয়ে পরিশ্রুত জল সরবরাহ করুক প্রশাসন।
রবিবার রাত থেকেই হুচুক পাড়ায় একাধিক বাসিন্দার পেট ব্যথা, বমি ও পায়খানা শুরু হয়। মঙ্গলবারের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় প্রায় ১৫০ জন। বিষয়টি নিয়ে পৌরসভাকে বারবার বলা হলেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থানে যান পৌরসভার স্বাস্থ্য বিভাগের সদস্যরা। স্বাস্থ্য বিভাগের তরফে এলাকায় ছড়ানো হয় ব্লিচিং পাউডার। স্থানীয় মানুষদের মধ্যে ওষুধ বিলি করা হয়।
হুচুকপাড়ার বাসিন্দা পূজা গোস্বামী, জোহরন আনসারির অভিযোগ, "এলাকায় নিয়মিত নর্দমা পরিষ্কার হয় না। পৌরসভা থেকে সরবরাহ করা পানীয় জলে নোংরা ভাসতে দেখা যায়। জঞ্জাল ও জলাশয়ের জেরে এলাকায় মশার উপদ্রব বাড়ছে।"