বলরামপুর (পুরুলিয়া), 12 ডিসেম্বর : বুনো হাতির দল তাণ্ডব চালাল পুরুলিয়ার বলরামপুরে । হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির । ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দি (35) । ঘটনায় আহত আরও একজন । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানার পাঁড়দ্দা গ্রামে । এই গ্রামেরই বাসিন্দা ছিলেন ষষ্ঠীচরণ ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বলরামপুর রেঞ্জের বিট অফিসার ও বন কর্মীরা । আহত গ্রামবাসীকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে । এদিন হাতির তাণ্ডবে নষ্ট হয় কয়েক বিঘা পাকা ধান।
ঝাড়খণ্ডের দলমা পাহাড় থেকে 13টি হাতির একটি দল খাবারের সন্ধানে ঢুকে পড়েছে পুরুলিয়ার জঙ্গলমহল লাগোয়া গ্রামগুলিতে । যার মধ্যে রয়েছে তিনটি দাঁতাল । শনিবার-রবিবার দুদিন জঙ্গল লাগোয়া আড়ষা থানায় ব্যাপক তাণ্ডব চালায় হাতির দলটি । আজ বলরামপুর থানার পাঁড়দ্দা গ্রামে লোকালয়ে ঢুকে পড়ে । নষ্ট করে কয়েক বিঘা পাকা ধান । খবর পেয়ে বনকর্মী এবং হুলা পার্টিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থানে পৌঁছান DFO রামপ্রসাদ বাদানা । স্থানীয় বিট অফিসার নিতাই মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভেন্দু পাণ্ডা ঘটনাস্থানে যান । বলরামপুর থানার পুলিশ দফায় দফায় মাইক প্রচারের মাধ্যমে সতর্ক করে গ্রামবাসীদের । দাঁতালের আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।