পুরুলিয়া, 12 জুন : পুরুলিয়ায় আবার নতুন করে কোরোনা আক্রান্ত এক ব্যক্তি l পুরুলিয়া জেলায় এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 l এদের মধ্যে এখনও পর্যন্ত 82 জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন । বাকি দু'জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, 11 জুন পর্যন্ত জেলায় সক্রিয় কোরোনা রোগী মাত্র একজন ।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, "বর্তমানে 11 জন আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন l আজ আবার নতুন করে 202 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে l ইতিমধ্যে মোট 9661 জনের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l এর মধ্যে 9056 জনের সোয়াবের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে । এখনও পর্যন্ত মোট 84 জনের সোয়াবের রিপোর্টে সংক্রমণের হদিস মিলেছে । বাকিদের রিপোর্ট এখনও জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়নি l "
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে জেলার কোয়ারানটিন সেন্টারগুলিতে 5573 জন পর্যবেক্ষণে রয়েছেন l এছাড়াও 14808 জনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে l এদের মধ্যে 71370 জনের হোম কোয়ারানটিনের সময়সীমা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে l
পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোরোনার সংক্রমণ ঠেকাতে করা হচ্ছে একাধিক পদক্ষেপ l বাইরের রাজ্য থেকে জেলায় ফিরলে প্রাথমিক চিকিৎসার পর কোয়ারানটিনে পাঠানো হচ্ছে l প্রশাসনের তরফে জেলার সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারংবার সচেতন করা হচ্ছে l সংক্রমণ মোকাবিলায় সচেতন হচ্ছে জেলাবাসীও । কোরোনার কারণে উদ্ভুত এই পরিস্থিতিতে মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মেনেই দৈনন্দিন কাজকর্ম সারছেন পুরুলিয়া মানুষ l
সংক্রমণ মোকাবিলায় তৈরি রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগও । পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে 6300 টি PPE কিট রয়েছে । পুনর্ব্যবহারযোগ্য মাস্ক রয়েছে 49 হাজার 600 টি । একবার ব্যবহারযোগ্য মাস্ক রয়েছে 56 হাজার । 12 জুন পর্যন্ত পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্লাভস রয়েছে 42 হাজার 500 টি ও স্যানিটাইজ়ার রয়েছে 1298 লিটার ।