ETV Bharat / state

গোরু চরাতে গিয়ে বাজ পড়ে মৃত্যু মহিলার - one died

সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির সঙ্গে হচ্ছিল বজ্রপাত। গতকাল বিকেলে কুশটুকা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাহাত মাঠে গোরু চরাতে যান। তখন ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে প্রাণ হারান সন্ধ্যা।

died 2
author img

By

Published : Feb 28, 2019, 4:41 AM IST

পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি : বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মফস্বল থানার কুশটুকা গ্রামে। মৃতের নাম সন্ধ‍্যা মাহাত।

গত তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিমি ঝঞ্ঝার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির সঙ্গে হচ্ছিল বজ্রপাত। গতকাল বিকেলে কুশটুকা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাহাত মাঠে গোরু চরাতে যান। তখন ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে প্রাণ হারান সন্ধ্যা।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি : বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মফস্বল থানার কুশটুকা গ্রামে। মৃতের নাম সন্ধ‍্যা মাহাত।

গত তিন দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় পশ্চিমি ঝঞ্ঝার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝড়বৃষ্টির সঙ্গে হচ্ছিল বজ্রপাত। গতকাল বিকেলে কুশটুকা গ্রামের বাসিন্দা সন্ধ্যা মাহাত মাঠে গোরু চরাতে যান। তখন ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে প্রাণ হারান সন্ধ্যা।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Intro:পুরুলিয়া : পুরুলিয়া শহরের ব্যস্ততম গিঞ্জি এলাকা বড় হাটে একটি পরিত্যক্ত কুয়োয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভাতে এলেও পরে আরেকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল কর্মীরা জানান, ‘বেশি দেরি হলেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ত বিস্তীর্ণ হাটে। কারণ, হিসেবে তাঁরা জানান, পাশাপাশি দোকান ঘর ঝুপড়ি রয়েছে। যেগুলি সহজেই আগুন লেগে যেতে পারে। ওই সব পদর্থে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়তে পারতো।Body:স্থানীয়ভাবে জানা গিয়েছে, হাটের গিঞ্জি এলাকায় মধ্যেই রয়েছে একটি পরিত্যক্ত কুয়ো। ওই কুয়োর মধ্যেই ফেলা হয় আবর্জনা ও বর্জ্য। সেই আবর্জনায় কেও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা নুতুন নয় বলে জানায় স্থানীর মানুষজন। এদিকে হাটের মধ্যে থাকা দোকানদারদের অভিযোগ, এই আগুন থেকে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনদিন। তাই, পরিত্যক্ত কুয়োটিকে ভেঙ্গে ফেলা দরকার পুরসভার।Conclusion:স্থানীয়ভাবে জানা গিয়েছে, হাটের গিঞ্জি এলাকায় মধ্যেই রয়েছে একটি পরিত্যক্ত কুয়ো। ওই কুয়োর মধ্যেই ফেলা হয় আবর্জনা ও বর্জ্য। সেই আবর্জনায় কেও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা নুতুন নয় বলে জানায় স্থানীর মানুষজন। এদিকে হাটের মধ্যে থাকা দোকানদারদের অভিযোগ, এই আগুন থেকে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনদিন। তাই, পরিত্যক্ত কুয়োটিকে ভেঙ্গে ফেলা দরকার পুরসভার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.