ETV Bharat / state

Purulia Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর - পুরুলিয়া পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর (One Died in Road Accident) । দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় ।

Purulia Accident
পথ দুর্ঘটনায় মৃত মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর
author img

By

Published : Oct 30, 2022, 12:22 PM IST

পুরুলিয়া, 30 অক্টোবর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর । রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় (One Died in Road Accident) । মৃতের নাম নিখিল মণ্ডল (35) ।

জানা গিয়েছে, নিখিলের বাড়ি বাঁকুড়া জেলার রুদড়া গ্রামে । বেশ কয়েক বছর ধরে মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষী হিসেবে মানবাজার মহকুমা শাসকের দফতরে কর্তব্যরত ছিলেন তিনি । ঘটনায় আটক ঘাতক গাড়ির চালক । রবিবার সকালে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথ চলতি নিখিলকে । গুরুতর জখম অবস্থায় প্রত্যক্ষদর্শীরা আহত যুবককে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান ।

আরও পড়ুন: নৈহাটিতে চলল গুলি-বোমা, মৃত 1, জখম 2

দুর্ঘটনার খবর পেয়ে মানবাজারের এসডিপিও বরুন বৈদ্য ও মানবাজার মহকুমা শাসক অনুজ প্রতাপ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা হাসপাতালে এসে পৌঁছয় ।

পুরুলিয়া, 30 অক্টোবর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষীর । রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় (One Died in Road Accident) । মৃতের নাম নিখিল মণ্ডল (35) ।

জানা গিয়েছে, নিখিলের বাড়ি বাঁকুড়া জেলার রুদড়া গ্রামে । বেশ কয়েক বছর ধরে মানবাজার মহকুমা শাসকের দেহরক্ষী হিসেবে মানবাজার মহকুমা শাসকের দফতরে কর্তব্যরত ছিলেন তিনি । ঘটনায় আটক ঘাতক গাড়ির চালক । রবিবার সকালে মানবাজার শহরের অদূরে মানবাজার-বরাবাজার রাস্তায় একটি বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পথ চলতি নিখিলকে । গুরুতর জখম অবস্থায় প্রত্যক্ষদর্শীরা আহত যুবককে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান ।

আরও পড়ুন: নৈহাটিতে চলল গুলি-বোমা, মৃত 1, জখম 2

দুর্ঘটনার খবর পেয়ে মানবাজারের এসডিপিও বরুন বৈদ্য ও মানবাজার মহকুমা শাসক অনুজ প্রতাপ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা হাসপাতালে এসে পৌঁছয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.